Advertisement
২৭ এপ্রিল ২০২৪
মহদিপুর

চালকদের মারধর করে লুঠ, বন্ধ বাণিজ্য

তিন ট্রাক চালককে মারধর করে করে সর্বস্ব লুঠের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে মালদহের মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের ঘটনা।

ট্রাক চালকদের অবরোধে থমকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। — নিজস্ব চিত্র

ট্রাক চালকদের অবরোধে থমকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০২:১৮
Share: Save:

তিন ট্রাক চালককে মারধর করে করে সর্বস্ব লুঠের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে মালদহের মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের ঘটনা। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে ইংরেজবাজার থানার সুস্থানী মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা। অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও।

প্রায় চার ঘণ্টা পরে অবরোধ উঠলেও এ দিন দিনভর বন্ধ থাকে মহদিপুরের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে আমদানি দফতানি। বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের। এই হামলার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন মহদিপুরের এক্সপোটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের কার্যকরী সভাপতি উজ্জ্বল সাহা বলেন, ‘‘ট্রাক চালকদের উপর হামলা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’’ চুরি, ছিনতাই রুখতে তাঁরা একাধিকবার পুলিশের দ্বারস্থ হলেও একই ঘটনার পুনরাবৃত্তি হল বলে অভিযোগ তাঁর। হামলার কারণেই আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশি টহলদারির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’

এক্সপোটার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র দিয়ে দৈনিক পাঁচ শতাধিক পন্যবাহী গাড়ি চলাচল করে। অভিযোগ, ইংরেজবাজারের সুস্থানী মোড় থেকে মহদিপুরের লোটন মসজিদ পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে আতঙ্কে থাকতে হয় চালকদের। সন্ধ্যের পর থেকে এই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যায় বলে অভিযোগ। এ দিন রাত ১২টা নাগাদ মহদিপুরের কাঞ্চনটারের কাছে তিনটি পন্যবাহী ট্রাকে হামলা চালায় সাতজনের এক দুষ্কৃতী দল। বিহারের বাসিন্দা রফিকুল শেখকে মারধর করে তাঁর কাছে থাকা নগদ আট হাজার টাকা, পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরের বিশ্বনাথ মাহাতোর কাছ থেকে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন এবং ইংরেজবাজারের যদুপুরের তাহিরুল ইসলামের কাছ থেকে ৭০০ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। টাকা না দিলে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধরও করা হয়েছে বলে অভিযোগ আক্রান্তদের। আক্রান্ত রফিকুল শেখ, বিশ্বনাথ মাহাতোরা বলেন, প্রায় দিনই এমন ঘটনা ঘটছে। রাতে কোনও পুলিশি টহল দেখতে পাওয়া যায় না।’’

অনেক সময় লুঠের পরে গাড়ির ব্যাটারিও দুষ্কৃতীরা খুলে নিয়ে যায় বলে দাবি ট্রাক চালকদের। এ দিন অবরোধ শুরু হওয়ার পরে ডিএসপি দিলীপ হাজরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Truck driver Lynched
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE