Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিএসএফ গ্রামবাসী সংঘর্ষে জখম ৭

বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির গড়ালবাড়িতে৷ সোমবার সকালের এই ঘটনায় সাতজন জখম হয়েছেন৷ এঁদের তিন জন বিএসএফ জওয়ান, চারজন গ্রামবাসীকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০২:০৯
Share: Save:

বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির গড়ালবাড়িতে৷ সোমবার সকালের এই ঘটনায় সাতজন জখম হয়েছেন৷ এঁদের তিন জন বিএসএফ জওয়ান, চারজন গ্রামবাসীকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গড়ালবাড়ির নিজবাড়ি গ্রামের বাসিন্দা মসিবর রহমানের বাড়ি থেকে গবাদি পশু চুরি যায়৷ সোমবার ভোরে উঠে তা বুঝতে পান তিনি৷ খুঁজতে খুঁজতে সীমান্ত এলাকায় গিয়ে দেখেন কাঁটাতারের বেড়া কাটা অবস্থায় রয়েছে৷ এরপরই তাঁরা গড়ালবাড়ি বিএসএফ ক্যাম্পে ছুটে যান৷ বিএসএফের দাবি, দশ-পনেরোজন গ্রামবাসী এসে অভিযোগ করেন বাংলাদেশে ওই গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে৷ বিএসএফের এক কর্তা জানান, এরপরই গড়ালবাড়ি বিএসএফ ক্যাম্পের কর্তারা বিষয়টি নিয়ে পদক্ষেপ ও প্রয়োজনে সে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং-এ বসার প্রতিশ্রুতি দেন৷

বিএসএফের ওই কর্তার অভিযোগ, তখনকার মত গ্রামবাসীরা ফিরে গেলেও সকাল আটটা সাড়ে আটটা নাগাদ ফের ক্যাম্পে আসেন ও সীমান্তে গেট খুলে দেওয়ার দাবি জানাতে থাকেন৷ বিএসএফের কর্তারা সেটা সম্ভব নয় জানালে আচমকাই লক্ষ করে পাথর ছুড়তে শুরু করেন তাঁরা৷ কোম্পানি কমান্ড্যান্টকে লক্ষ করেও জুতো ছোড়া হয় বলে অভিযোগ৷ বিএসএফ জওয়ানরা তাদেরকে আটকাতে গেলে দু দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷

ঘটনার পর বিএসএফের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা৷ যার গবাদি পশু চুরি গিয়েছে সেই মসিবর রহমানের পাল্টা অভিযোগ, ‘‘বিএসএফ ব্যবস্থা নেয়নি। উল্টে আমাদের আক্রমণ করে৷ বন্দুকের বাট দিয়েও আমাদের কাউকে কাউকে মারা হয়৷ বেশ কয়েকজনের সাইকেল ক্যাম্পের ভেতরে আটকে রাখে৷’’ বিএসএফ এই অভিযোগ মানতে চায়নি৷ বিএসএফের এক কর্তা জানান, তাঁরাও থানায় পাল্টা এফআইআর দায়ের করবেন৷ পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri BSF-villagers clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE