Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে বিতর্কিত জমিতে নির্মীয়মাণ একটি তৃণমূল কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃৃতীর বিরুদ্ধে। সোমবার রাতের অন্ধকারে কে বা কারা ওই নির্মীয়মাণ কার্যালয়টি ভেঙে দেয়।

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ০২:২৩
Share: Save:

তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে বিতর্কিত জমিতে নির্মীয়মাণ একটি তৃণমূল কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃৃতীর বিরুদ্ধে। সোমবার রাতের অন্ধকারে কে বা কারা ওই নির্মীয়মাণ কার্যালয়টি ভেঙে দেয়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জমির দালাল ও মদ্যপদের কাজ বলে এ দিন মন্তব্য করেছেন। যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বা জমির মালিক কেউই থানায় গিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি।

দখল করা জমি উদ্ধারে উদ্যোগী হাট ব্যবসায়ীরা

জেলা পরিষদ নিয়ন্ত্রিত হাটের ‘দখল’ হয়ে যাওয়া জমি ফেরত পেতে নিজেদের সাইনবোর্ড লাগাল ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার ময়নাগুড়ির নতুন বাজার হাটে স্থানীয় হাট ব্যবসায়ী সমিতির তরফে বেশ কিছু জমিতে সাইনবোর্ড লাগোনো হয়। সমিতির তরফে জানানো হয়েছে, দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে। এ দিন প্রায় এক একর জমি চিহ্নিত করে উদ্ধার করা হয়েছে বলে সমিতির দাবি। সমিতি জানিয়েছে, এই জমির মালিকানা জেলা পরিষদ কর্তৃপক্ষের। পরবর্তীতে জমি জেলা পরিষদের হাতে তুলে দেওয়া হবে। যদিও জেলা পরিষদের আধিকারিকরা ওই ঘটনা জানেন না বলে দাবি করেছেন। জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি নূর জাহান বেগম বলেন, “নতুন বাজারে ঠিক কী হয়েছে সেটা জানি না। সেখানে অফিসারদের পাঠিয়ে খোঁজ নেব। দখল হয়ে যাওয়া জমি ব্যবসায়ীরা চিহ্নিত করলে, ভাল কাজ করেছেন।” ব্যবসায়ী সমিতির অভিযোগ,নথিপত্রে নতুন বাজার হাটের পরিধি ৪ একর ৯৬ ডেসিমল। যদিও, এখন দু’একরের কিছু বেশি জমি হাটের দখলে রয়েছে। বাকি জমি দখল করে বাড়ি তৈরি করেছেন কেউ। কোনও জমি বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ। এ দিন এমনই বেশ কয়েকটি জমিতে হাট ব্যবসায়ী সমিতি নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দেয়। জেলা পরিষদ কর্তৃপক্ষকে দখলের অভিযোগ জানিয়েও কোনও ফল না মেলায় সমিতি নিজে থেকে উদ্যোগী হয়েছে বলে সমিতির সম্পাদক ডালিম রায় দাবি করেছেন। আগামী দিনেও এই অভিযান চালানো হবে বলে সমিতি জানিয়েছে।

ব্রহ্মপুত্র বিপদসীমার উপরে, জলবন্দি বহু

ব্রহ্মপুত্র নদীর জলস্তর চরম বিপদসীমার প্রায় ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে বইতে থাকায় ধুবুরি জেলার দক্ষিণ শালমারা-মানকাচর মহকুমার ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে। জলবন্দি হয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। নদীর জলে তলিয়ে গিয়েছে এলাকার প্রায় ১০ হাজার হেক্টর কৃষি জমি। গত দুদিন ধরে ধুবুরি জেলায় টানা বৃষ্টির জেরে গত সোমবার সকাল থেকে জল বাড়তে থাকে ব্রহ্মপুত্র নদীর। রাতেই নদীর জলস্তর বিপদসীমা পার হয়ে যায়। মঙ্গলবার সকালে জলস্তর বিপদসীমার প্রায় ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। রাতে জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শালমারা-মানকাচর মহকুমার দক্ষিণ শালমারা, ফকিরগঞ্জ, পামপারা, মাটিফাটা, বালাডোবা, রাভাটারি, টুমনি, মনিরচর, পাটাকাটা, হাজিরহাট, নিলোখিয়া, বরইর আলাগা, মালির আলগা, ফুলের চর, ভেরামারা, শালকাটা, মলাখাওয়া, সুখচর গ্রাম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু বানভাসি ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন ত্রাণ শিবির খোলা হয়নি। অভাব দেখা দিয়েছে খাবার এবং পানীয় জলের। ধুবুরির জেলার অতিরিক্ত জেলাশাসক মহিন শইকিয়া অবশ্য জানান, বানভাসিদের উচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বানভাসিদের উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২৫টি ভুটভুটি ব্যবহার করা হচ্ছে। বিএসএফ জওয়ানদের সতর্ক করে রাখা হয়েছে। ত্রাণ বিলির ব্যবস্থা করা হচ্ছে।

লিস নদীর চরের পাথর তোলায় আটক ১৬ ট্রাক

জঙ্গল লাগোয়া এলাকা থেকে নদীর পাথর তোলার অভিযোগে পাথর বোঝাই ১৬টি ট্রাক ধরা হয়েছে। সোমবার দার্জিলিঙ ও জলপাইগুড়ির মালবাজার ও কালিম্পং সীমান্তবর্তী বাগরাকোটের লিস নদীর চরে। দার্জিলিঙ জেলার কালিম্পঙ থানা ও মালবাজার থানার পুলিশ যৌথ অভিযান চালায়। কালিম্পং থানার পুলিশ লিস নদীর খাসমলবস্তি এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ১১টি ট্রাক আটক করে। অন্য দিকে মালবাজার থানা লিস নদীর বাগরাকোট লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫টি ট্রাক আটক করে। পুলিশের সঙ্গে ছিলেন কালিম্পং বন উন্নয়ন নিগমের চেল রেঞ্জের বনকর্মীরাও। তবে ট্রাকের চালক এবং খালাসিরা অভিযানের সময় পালিয়ে যায়। মঙ্গলবার এলাকায় যান জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার, পুলিশ সুপার কুণাল অগ্রবাল। তবে এ দিন আর কোনও ট্রাককে অবৈধভাবে পাথর তুলতে দেখা যায়নি। দার্জিলিঙ জেলার কালিম্পং থানার অন্তর্গত চেল রেঞ্জের সংরক্ষিত জঙ্গলের মধ্যে দিয়ে লিস নদী রয়েছে। বালি পাথর তোলায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হত না বলে দীর্ঘ দিন ধরেই অভিযোগ ছিল। এ ছাড়া ট্রাকগুলি পাথর বোঝাই করে বাগরাকোটের চুনাভাটির বাঁধের ওপর দিয়ে যাতায়ত করায় বাঁধও দুর্বল হচ্ছিল বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। গত ২৯ জুলাই বাগরাকোটের নদী লাগোয়া এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রীর দফতরে সমস্যার কথা জানিয়ে এতটি স্মারকলিপি ফ্যাক্স করে পাঠান। তার পরেই পুলিশ ও প্রশাসনিক মহলে তত্‌পরতা দেখা দেয়। আটক ট্রাকগুলির বিরুদ্ধে সেচ দফতরের তরফে করা অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে বলে মালবাজারের মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি জানিয়েছেন।

তাস খেলার প্রতিবাদ করে প্রহৃত সাত ছাত্র

কলেজে তাস খেলার প্রতিবাদ করায় সাত পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। দুই পক্ষই টিএমসিপির সমর্থক বলে কলেজ সূত্রের খবর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজে। প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র জখম ওই ৭ জনকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের উপর বহিরাগত। কলেজের প্রাক্তন ছাত্ররা রড ও হকিস্টিক দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। জখম ওই ৭ জনের কারও মাথা ফেটেছে, কারও বুকে ও ঘাড়ে আঘাত রয়েছে। ক্লাস চলাকালীন কলেজের ভিতরে একই দলের দুই দল সমর্থকের গোলমালের জেরে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র সংসদের টিএমসিপি’র সাংস্কৃতিক সম্পাদক মাসেদার রহমান বলেন, “কলেজের বয়েজ কমন রুমে বসে চার প্রাক্তন ছাত্র তাস খেলছেন দেখে আপত্তি জানানো হয়েছিল। তাতেই খেপে গিয়ে আমাদের উপর ওরা লাঠি রড নিয়ে হামলা চালায়। ওদের সঙ্গে বহিরাগত বেশ কিছু যুবক ছিল।” হরিরামপুরের তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভাশিস পাল বলেন, “তেমন কিছু নয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে গন্ডগোল হয়েছিল। পরে সব মিটে যায়।” ঘটনার পর হরিরামপুর থানার আইসি দেবাশিস বসুর সামনে মার খাওয়া ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আইসি দেবাশিসবাবু বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। এসডিপিও স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই ঘটনায় কোনও অভিযোগ করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

নারী পাচার আটকাতে স্কুলে অভিযান পুলিশের

উত্তর দিনাজপুর জেলায় নারী পাচার রুখতে স্কুল পড়ুয়াদের সচেতন করতে অভিযান নামল পুলিশ। সেই সঙ্গে পড়ুয়াদের মধ্যে ট্রাফিক আইন ও নেশাবিরোধী প্রচারের কাজও শুরু করে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে রায়গঞ্জের করোনেশন হাই স্কুলে আনুষ্ঠানিক ভাবে ওই অভিযান শুরু হয়। এদিন বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার ডিএসপি জ্যোতিষ রায়, রায়গঞ্জ সদরের ডিএসপি (আইনশৃঙ্খলা) শুভেন্দু মণ্ডল, রায়গঞ্জ ট্রাফিক পুলিশের ওসি কৃষ্ণেন্দু দাস ও রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী শিক্ষকের ভূমিকায় হাতে চক-ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডে নানা তথ্য লিখে নারীপাচার, ট্রাফিক আইন ও নেশাবিরোধী সম্পর্কে পড়ুয়াদের সচেতন করেন। এদিন করোনেশন হাইস্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আড়াইশো জন ছাত্র ছাত্রীকে সচেতন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়ের মতে, “পড়ুয়াদের নিয়ে পুলিশ ধারাবাহিক ভাবে সচেতনতা অভিযান চালালে জেলায় নারী পাচার ও দুর্ঘটনা কমবে। পড়ুয়াদের মধ্যে নেশা করার প্রবণতাও রোখা সম্ভব হবে।” গত এক বছরে জেলার নয়টি থানা এলাকায় বিয়ে অথবা কাজের প্রলোভন দেখিয়ে ১৪টি নারী পাচারের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে বিহার, পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির বিভিন্ন এলাকা থেকে ১২ জন কিশোরীকে পুলিশ উদ্ধার করলেও বাকি দুজনের হদিস মেলেনি। পুলিশের দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই পাচারকারীরা গরিব পরিবারের মেয়েদের ভুল বুঝিয়ে ভিনরাজ্যে পাচার করছে। একাদশ শ্রেণির ছাত্রী রিম্পা বর্মন ও দ্বাদশ শ্রেণির ছাত্রী দীপশিখা ঘোষ বলেন, “নারী পাচার চক্র সম্পর্কে আমরা কিছুই জানতাম না। পুলিশ আমাদের সচেতন না করলে সতর্ক হতে পারতাম না।’’

কোচবিহারে বিজেপির সম্মেলন, আজ সভাও

দুর্গাপুজোর আগে কোচবিহারের সমস্ত পঞ্চায়েতে সংগঠনের শাখা খোলার লক্ষ্যমাত্রা নিল যুব মোর্চা। মঙ্গলবার সুকান্ত মঞ্চে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার দুই দিন ব্যাপী কোচবিহার জেলা সম্মেলন শুরু হয়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যুবকদের সংগঠনমুখী করায় জোর দেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪০টি গ্রাম পঞ্চায়েতে যুব মোর্চার শাখা নেই। এখন জেলায় সংগঠনের সদস্য সংখ্যা ৭ হাজার। সম্মেলনে ওই সদস্য সংখ্যা দ্বিগুণ করার বিষয়টি নিয়েও আলোচনা হয়। যুবমোর্চার রাজ্য সম্পাদক অমিতাভ রায় বলেন, “দুর্গাপুজোর আগে সমস্ত গ্রাম পঞ্চায়েতে শাখা চালুই শুধু নয়। নবাগত সদস্যদের জন্য সাংগঠনিক বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।” বিজেপির জেলা সম্পাদক নিখিল দে বলেন, “দুর্গাপুজোর মধ্যে জেলায় সদস্য দ্বিগুণ করে ১৫ হাজারের বেশি করার ওপরেও এ দিন আলোচনা হয়েছে।” বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জেলা সভাপতি হেমচন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। আজ বুধবার পুরাতন পোস্ট অফিস পাড়া ময়দানে প্রকাশ্য সভা হবে।

স্টেশনে জমায়েত

ট্রেনের হকারদের সঙ্গে আরপিএফ-এর গোলমালে নিউ আলিপুরদুয়ার স্টেশন চত্বরে জমায়েত করল তৃণমূল শ্রমিক সংগঠন। মঙ্গলবার সকালে হাকারদের সমস্যা নিয়ে ট্রেন অবোরধের সিদ্ধান্ত নেয় সংগঠনের নেতারা। সকাল নটা নাগাদ ডিব্রুগড়-দিল্লি রাজাধানী এক্সপ্রেস অবরোধের সিদ্ধান্ত হয়। পরে রেল কর্তৃপক্ষ বৈঠকে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ার অবরোধ হয়নি। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিসিএম বসন্ত দাস বলেন, “হকার নিয়ে সমস্যা রয়েছে। দ্রুত ফের বৈঠক করে সমস্যা মেটানো হবে।” আইএনটিটিইউসির জেলা সভাপতি জোয়াকিম বাক্সলা জানান, হকারদের আরপিএফ জওয়ানেরা ট্রেন থেকে জোর করে নামিয়ে জরিমানা করছে। এতে বড় গোলমাল হতে পারে বলে আধিকারিকদের বলা হয়েছে। তাঁরা সমাধানের আশ্বাস দেন।

৪টি সাব স্টেশন

ঘন ঘন লোডশেডিং ও কম ভোল্টেজের সমস্যা মেটাতে নতুন করে আরও চারটি সাব স্টেশন তৈরির সিদ্ধান্ত নিল বিদ্যুত্‌ দফতর। মঙ্গলবার জেলাশাসকের দফতরে বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতিকে নিয়ে বৈঠক করেন রাজ্যের বিদ্যুত্‌ মন্ত্রী মণীশ গুপ্ত। তিনি বলেন, “হুকিং আর ওভারলোডিং-এর জন্য ট্রান্সফর্মার বিকল হচ্ছে। পরিকাঠামো সাজা হচ্ছে।” ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন চারটি সাব স্টেশন হবে পুন্ডিবাড়ি, চিলাখানা, ঘোকসাডাঙ্গা ও পেটলায়। খাগড়াবাড়ির ১৩২ কেভি সাব স্টেশনের ক্ষমতা বাড়িয়ে ২২০ করা হবে। দিনহাটা ও মাথাভাঙায় ১৩২ কেভির দুটি সাব স্টেশন তৈরি করা হবে বলে তিনি জানান।

প্রতিবাদে মিছিল

পূর্ব মেদিনীপুরের কাঁথির সুনিয়া গ্রামের এক সিপিএম নেতার স্ত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতারের দাবিতে রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করল সিপিএম। মঙ্গলবার সন্ধ্যায় সিপিএমের রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদক নীলকমল সাহা ও উত্তর দিনাজপুর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দিলীপ নারায়ণ ঘোষের নেতৃত্বে দলের শতাধিক কর্মী সমর্থক শনি মন্দির থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। সুপারমার্কেট এলাকায় পথসভা করে অভিযুক্তদের ধরার দাবি তোলা হয়। পাশাপাশি এদিন ইসলামপুর, কালিয়াগঞ্জ, চাকুলিয়া ও গোয়ালপোখরে মিছিল করে সিপিএম।

প্রসাদ খেয়ে মৃত্যু ছাত্রীর

খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার হাওয়া কালীতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম রিঙ্কু সাহা (১৫)। সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দশম শ্রেণির পড়ুয়া মৃত রিঙ্কুর মতো প্রসাদ খেয়ে আরও ৩৫ জন বালক ও কিশোর অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও পেটের সমস্যা দেখা দেয়। গত শনিবার স্থানীয় এক ব্যক্তির বাড়িতে পুজোয় সকলে খিচুড়ি প্রসাদ খায়। অনেকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার রিঙ্কুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্মারকলিপি পেশ

ছয়টি গ্রামের জল সরবরাহ স্বাভাবিকের দাবিতে পঞ্চায়েত প্রধানকে গণস্বাক্ষরিত স্মারকলিপি দিল ফরওয়ার্ড ব্লকের দক্ষিণ বেরুবাড়ি শাখা। এর আগে ওই স্মারকলিপি জনস্বাস্থ্য কারিগরি দফতরের নির্বাহী বাস্তুকারকে পাঠানো হয়। দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা মাল পাহাড়ি বলেন, “সমস্যার কথা জনস্বাস্থ্য কারিগরি দফতরে জানানো হয়েছে। এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” নলজোয়াপাড়া, সিংপাড়া, চোস পাড়া, শালবাড়ি, মণ্ডল পাড়া এবং পেটভাতায় এক বছর ধরে জল সরবরাহ বন্ধ।

নয়ানজুলি থেকে বৃদ্ধের দেহ উদ্ধার

বৃদ্ধের দেহ নয়ানজুলিতে পডে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। মঙ্গলবার সকালে ইসলামপুর থানার পুটিয়া মোড় এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তবে তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে ইসলামপুর থানার পুটিয়া মোড় এলাকাতে বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকেরা পুলিশে খবর দেন।

পুলিশের ফুটবল

এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে চোপড়া থানার উদ্যোগে নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল চোপড়ায়। মঙ্গলবার বিকেলে চোপড়ার কামারগছ ফুটবল মাঠে সেই খেলা শুরু হয়। মোট ৮টি দল খেলায় অংশ নিয়েছে। প্রথম দিনই চোপড়ার কামারগছ নবজাগরন সঙ্ঘের খেলা ছিল মুনিয়াগছের সঙ্গে। মুনিয়াগছ এক গোলে জয়ী হয়। চোপড়া থানার আইসি বিজন কুমার দে বলেন, “থানার উদ্যোগে ওই খেলার আয়োজন করা হয়েছে। এর ফলে এলাকার মানুষেরা ভাল খেলা দেখতে পারবেন।”

উপপ্রধানের ইস্তফা

উপপ্রাধানের পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার মেন্দাবাড়ি গ্রাম পঞ্চয়েতের উপপ্রধান অভিজিত্‌ নার্জিনারি কালচিনি বিডিও অফিসে ইস্তফা পত্র জমা দেন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে মেন্দাবাড়ি গ্রাম পঞ্চয়েতের ১১ সদস্যের মধ্যে কংগ্রেস ৬, তৃণমূল ৩ ও আরএসপি ২ আসনে জেতে। অভিজিত্‌বাবু ছাড়া পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দেন।

গাড়ির ধাক্কায় মৃত্যু

দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিতাবাঘের। মঙ্গলবার খুব ভোরে ডুয়ার্সের মেটেলি থানার গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া বাতাবাড়ির ফার্মের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি চিতাবাঘের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

সবিস্তার জানতে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE