Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঠিক করতে ২৪ সেপ্টেম্বর কলেজের উপদেষ্টা কমিটির বৈঠক ডাকল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায়কে চিঠি পাঠিয়ে ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৈঠকের কথা জানান। উপদেষ্টা কমিটিতে পদাধিকার বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ধনাধ্যক্ষ শিক্ষক, টিচার্স কাউন্সিল ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক এবং ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রয়েছেন।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৬
Share: Save:

নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঠিক করতে কমিটির বৈঠক ডাকল বিশ্ববিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঠিক করতে ২৪ সেপ্টেম্বর কলেজের উপদেষ্টা কমিটির বৈঠক ডাকল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায়কে চিঠি পাঠিয়ে ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৈঠকের কথা জানান। উপদেষ্টা কমিটিতে পদাধিকার বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ধনাধ্যক্ষ শিক্ষক, টিচার্স কাউন্সিল ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক এবং ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রয়েছেন। উপাচার্য সোমনাথবাবু বলেন, “উপদেষ্টা কমিটির পরামর্শ ও মতামত নিয়েই নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করা হবে।” কলেজ সূত্রের খবর, শুক্রবার উপাচার্যের কাছে লিখিতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসার ইচ্ছে প্রকাশ করেছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের উদ্ভিদবিদ্যার শিক্ষক দিলীপ দে সরকার। ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন এই দিলীপবাবুকেই ২০১২-র ৫ জানুয়ারি তৃণমূলের নেতা ও কর্মীদের একাংশ কলেজে ঢুকে নিগ্রহ করে বলে অভিযোগ। দিলীপবাবু ছাড়াও কলেজের আরও তিন শিক্ষক উপাচার্যের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে চেয়ে আবেদন জানান। কিন্তু ভবিষ্যতে কলেজের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে উপদেষ্টা কমিটির সদস্যদের মতামত না নিয়ে কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসাতে চাইছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পড়ুয়াদের অবরোধ জলপাইগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

বাস ভাড়ায় ছাড়ের দাবিতে শনিবার সকাল ৯টা থেকে দেড় ঘন্টার জন্য জলপাইগুড়িতে কোনপাকুরি এলাকায় হলদিবাড়ি সড়ক অবরোধ করলেন পড়ুয়া ও অভিভাবকেরা। কয়েকজন ছাত্রীকে বাসে উঠতে না দেওয়ার প্রতিবাদে অবরোধ হয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। কোনপাকুরি এলাকার পড়ুয়ারা জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলে ও অন্যান্য জায়গায় টিউশন পড়তে যায়। অভিযোগ, তাদের টিকিটে ছাড় দিতে হবে বলে বাসে উঠতে দিতে চান না অনেক কন্ডাক্টর। শুক্রবার ছয়জন ছাত্রী জলপাইগুড়ি শহর থেকে বিকেলে ফেরার সময় বাসে উঠতে গেলে কোনও বাসকর্মী তাদের উঠতে দেননি বলে অভিযোগ। পায়ে হেঁটে তারা কোনপাকুড়িতে ফিরতে বাধ্য হয়। বেরুবাড়ি তফসিলি হাইস্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রীরা বলে, “আমরা পাঁচ টাকা দিয়ে জলপাইগুড়ি যাতায়াত করি। এদিন পুরো ভাড়া দিতে চাইলেও বাসে উঠতে দেওয়া হয়নি। বাস থেকে নামিয়ে দেওয়া হয়।” বাসকর্মীরা অভিযোগ অস্বীকার করেছে।

সমবায় দফতর ঘুরে দাঁড়াতে চায়: মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডে লাল কালির দাগ পেলেও কাজের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় রাজ্যের সমবায় দফতর, শনিবার দুপুরে আলিপুরদুয়ার পুরসভা হলে সমবায় সংক্রান্ত আলোচনায় এমনটাই জানালেন জ্যোতির্ময় কর। তিনি জানান, নভেম্বরেই চা বাগান এলাকায় মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার হবে। অনুষ্ঠানে পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী, বিধায়ক অনিল অধিকারী, খগেশ্বর রায় উপস্থিত ছিলেন। সমবায়মন্ত্রী জ্যোতির্ময় কর বলেন, “শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক বৈঠকে কাজের নিরিখে সমবায় দফতরকে লাল কালির দাগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ বার থেকে তিনি সমবায় দফতরের উপর খেয়াল রাখবেন। এটা দফতরের কাছে খুশির খবর।” তাঁর দাবি, গ্রামে গ্রামে নতুন ভাবে সমবায় চালানোর চেষ্টা করবেন তাঁরা। শুক্রবারই মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে রাজ্য সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা নিযুক্ত করেছেন। আলিপুরদুয়ারে মহিলা সমবায় খুলতে তাঁকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

টাপুরহাটে পুলিশের উপর হামলায় ধৃত ৯
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

টাপুরহাটে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ তাদের ধরে। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গত বৃহস্পতিবার কোচবিহার-কোতোয়ালি থানার ওই এলাকায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ হয়। কৃষ্ণ মোদক নামে এক যুবক গুলিবিদ্ধ হন। জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, চাঁদা আদায়ে বাধা দেওয়াতেই ওই হামল হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “ভিডিও ফুটেজ, ছবি-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখে ন’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কারা জড়িত, তা দেখা হচ্ছে।” বামেদের দাবি, ধৃতরা তৃণমূলের সমর্থক। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেন, “দুষ্কৃতীরা জনতার ভিড়ে মিশে সেদিন পুলিশের ওপর হামলা চালায়। ধৃতদের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। সবাই বাম সমর্থক।” কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মহানন্দ সাহা তা অস্বীকার করেছেন।

মহালয়ার ভোরে দৌড় প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

প্রতি বছরের মতো এ বারও মহালয়ার ভোরে দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে শিলিগুড়ির বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাব। শনিবার হাকিমপাড়ায় ক্লাব প্রাঙ্গণে বৈঠক করে এ কথা জানানো হয়। বাগডোগরার অগ্রগামী স্পোর্টিং ইউনিয়নের সামনে থেকে ওই দিন দৌড় শুরু হবে। শেষ হবে বাঘা যতীন ক্লাবের সামনে। ‘ফ্ল্যাগ অফ’ করতে প্রতি বছরই ক্রীড়া জগতের কোনও না কোনও তারকা বা প্রাক্তন তারকাকে আনেন উদ্যোক্তারা। এ বছর আসছেন প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহ্বান। উদ্যোক্তারা জানান, ১৫ কিলোমিটারের ওই প্রতিযোগিতায় সেরা দৌড়বিদ পাবেন ৪০ হাজার টাকা পুরস্কার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী পাবেন যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার করে। প্রথম দশ জনকে নগদ পুরস্কার দেওয়া হবে। সব মিলিয়ে পুরস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে দু’লক্ষ টাকা। এই প্রতিযোগিতা ছাড়াও হবে ছ’ কিলোমিটার সৌভ্রাতৃত্বের দৌড়। পুরুষ-মহিলা যোগ দিতে পারবেন এখানে। উত্তরায়ণ উপনগরী থেকে দৌড় শুরু হবে।

প্রতারণায় ধৃত সাত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে জামিন নামঞ্জুর হয়ে যায়। এদের বিরুদ্ধে বিভিন্ন বাড়িতে গিয়ে সোনা পরিষ্কারের নাম করে গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শহরে কয়েক মাস ধরে এই চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশের ডিসি অংমু গ্যামসো পাল। তিনি বলেন, “এঁরা সকলেই শিলিগুড়ির আশিঘর মোড় সংলগ্ন এলাকায় ঘাঁটি গেঁড়ে ছিল। এদের স্থায়ী কোনও ঠিকানা নেই। একটি এলাকায় বেশ কিছু কেপমারি করে সরে পড়ত বলে খবর রয়েছে।”

গাঁজা পাচারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

গাঁজা পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে শিলিগুড়ির জলপাই মোড় এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আনন্দ বাড়ই এবং লাল্টু বর্মন। বাড়ি কোচবিহারের ঘোকসাডাঙার ফুলবাড়িতে। এদের কাছ থেকে সাড়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় পাচারের জন্য গাঁজা আনা হয়েছিল।

শ্লীলতাহানিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কামাখ্যাগুড়ি

এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার কুমারগ্রামের মারাখাতা সাইনবোর্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃত ভুট্টু মিয়াঁ নারারথলির বাসিন্দা। কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী জানান, সন্ধ্যায় তিনি ও তাঁর দুই বান্ধবী অটোয় উঠেছিলেন। কিছু দূর যেতেই অটো চালক ছাত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। অটো থামাতে বললেও থামেনি। অভিযুক্তের দাবি, অসতকর্তার কারণেই এমন হয়েছে। কলেজের অধ্যক্ষ আবদুল কাদের সাফেলি বলেন, “পুলিশকে কড়া পদক্ষেপ করতে হবে।” পুলিশ জানায়, “তদন্ত শুরু হয়েছে।”

তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

স্কুলভবনের অবৈধ নির্মাণ, স্কুলের মিড-ডে-মিলে অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্মারকলিপি দিল তৃণমূল। শনিবার ইসলামপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উমেশ ঝাঁ বলেন, “নিয়ম মেনে কাজ হয়েছে। অভিযোগ দেখা হচ্ছে।”

নতুন কমিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ইস্টার্ন হিমালয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটর্স অ্যাসোসিয়েশন (এতোয়া)-র নতুন কমিটি তৈরি হল। ভোটের মাধ্যমে ১৩ জনের নতুন কমিটি বেছে নেওয়া হয়েছে। সভাপতি নির্বাচিত হলেন শুভাশিস চক্রবর্তী।


ঘন কালো মেঘে ঢাকা শরতের আকাশ। শনিবার জলপাইগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি।


তিস্তার চরে। জলপাইগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE