Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

বাংলাদেশি নাগরিক সন্দেহে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার শিলিগুড়ির সাউথ কলোনি এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম অমল মণ্ডল ও সঞ্জয় মহন্ত। পুলিশের দাবি, ধৃতরা নিজেদের বাংলাদেশের বাসিন্দা বলে স্বীকারও করছে।

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৪ ০১:৫৪
Share: Save:

বাংলাদেশি সন্দেহে ধৃত দুই ফলবিক্রেতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

বাংলাদেশি নাগরিক সন্দেহে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার শিলিগুড়ির সাউথ কলোনি এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম অমল মণ্ডল ও সঞ্জয় মহন্ত। পুলিশের দাবি, ধৃতরা নিজেদের বাংলাদেশের বাসিন্দা বলে স্বীকারও করছে। এদের এদিন জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে বিচারক জামিন নাকচ করে দেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “ধৃতরা তাদের এ দেশের নাগরিক হিসেবে কোনও নথি দেখাতে পারেনি। বিগত কয়েকদিন ধরে কড়া নজরদারি রাখা হয়েছিল, তার ভিত্তিতেই গোপন সূত্রে খবর পেয়ে এদের ধরা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত বর্ধমান বিস্ফোরণের পর থেকেই রাজ্য জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। তারপরই গোপনে খবরাখবর শুরু করে শিলিগুড়ি পুলিশও। নিউ জলপাইগুড়ি ফাঁড়ি এলাকার সাউথ কলোনি ও অম্বিকানগর এলাকায় কয়েকজন সন্দেহভাজনের খবর পুলিশ পায় বলে দাবি করেছে। পুলিশ জানতে পেরেছে, ধৃত দুজনই হিলি সীমান্ত দিয়ে এ দেশে ঢুকেছে। অন্তত মাসখানেক আগে ধৃতরা সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢোকে বলে পুলিশ জেনেছে। ধৃত অমল সাউথ কলোনি সেতুর নীচে ফলের একটি দোকান চালাতেন। সঞ্জয় সাইকেল মেরামতির ব্যবসা শুরু করেন। পুলিশের দাবি, ধৃত অমলের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার গাড়িক্ষেত্রতে। অন্যদিকে, সঞ্জয়ের বাড়ি বগুড়ার শেরপুরে। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার আশাতেই ধৃতরা রাজ্য ঢোকে বলে পুলিশের কাছে দাবি করেছেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের নিয়ে আসার পরিকল্পনা ছিল বলেও পুলিশের দাবি। ধৃতদের সঙ্গে আর কার যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ব্যবসায়ী জখম, লুঠ অলঙ্কার
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

এক অলঙ্কার ব্যবসায়ীকে ধারাল অস্ত্রের আঘাতে জখম করে ও তাঁর স্ত্রীকে মারধর করে প্রায় এক লক্ষ টাকার সোনা ও রুপোর অলঙ্কার লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গি এলাকায়। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে,ওই ব্যবসায়ীর নাম পরান সরকার। তাঁর দুই হাতে ও মাথায় চোট লেগেছে। পালানোর সময় দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশের সন্দেহ, পুরনো শত্রুতার জেরে স্থানীয় দুষ্কৃতীদের মদতে বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতী গিয়ে লুঠপাট চালিয়েছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, “পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।” পুলিশ সূত্রের খবর, পরান বাবুর বাড়ির সঙ্গেই লাগোয়া অলঙ্কারের দোকান। এদিন ভোরে ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল তাঁর বাড়ির পিছনের বেড়া ভেঙে বাড়িতে ঢোকে। তিনি ঘরের দরজা খুলে বাইরে বার হতেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে। এরপর ভোজালি দিয়ে তাঁর দুই হাতে ও মাথার পিছনে কোপ মারে। তাঁর চিত্‌কারে স্ত্রী চন্দনাদেবী বাইরে বেরোলে দুষ্কৃতীরা তাঁর চুলের মুঠি ধরে পেটে লাথি মারে বলে অভিযোগ। ভয়ে তাঁদের ১১ বছর বয়সী একমাত্র মেয়ে দৌড়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা জানায়। বেগতিক বুঝে দুষ্কৃতীরা পরানবাবুর বাড়ির আলো নিভিয়ে দিয়ে তাঁর গয়নার দোকানে ঢুকে দেড় কেজি রুপো ও তিনভরি সোনার অলঙ্কার লুঠ করে বোমা ছুঁড়তে ছুঁড়তে পালায়। পরানবাবুর বাঁ হাতে ও মাথার পিছনে ২০টি সেলাই পড়েছে।

কোটি টাকা প্রতারণা ইসলামপুরে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

সোনা বন্ধক রেখে কম সুদে টাকা ধার দেওয়ার ব্যবসা ফেঁদে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে এক ব্যবসায়ী সপরিবারে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ইসলামপুরের গোলাপারা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পরে ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। গাছের গুড়ি জ্বালিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সুখী কর্মকার নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি বিহারের সুদানি এলাকায়। গোলাপাড়া এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। সেখানেই বাড়ি বানিয়ে থাকতেন তিনি। প্রায় ১৫ বছরের বেশি সময় ধরেই গোলাপাড়া এলাকাতে ব্যবসা করছিলেন। সম্প্রতি, ওই ব্যবসায়ী সোনা বন্ধ রেখে ঋণ দেওয়ার শুরু করেন। মহম্মদ মিস্টার , মহম্মদ জাহাঙ্গিররা জানান, ওই ব্যবসায়ী গয়না নিয়ে প্রথম দিকে টাকা দিয়েছেন। পরের দিকে গয়না নিয়ে টাকাও দেননি। গয়নাও পেরত্‌ দেননি। মঙ্গলবারই তাঁর গয়না ও টাকা সব ফেরত্‌ দেওয়ার দিন ছিল। ওই ব্যবসায়ীর শ্বশুরবাড়ির লোকেরা জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

মজুরি নিয়ে ফের ধর্মঘট ডাকল মঞ্চ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ন্যূনতম মজুরি আইন লাগু করার দাবিতে আগামী ১১ এবং ১২ নভেম্বর চা শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। সেই সঙ্গে আগামী ১২ নভেম্বর সাধারণ ধর্মঘট ডাকার জন্যও বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানানোর সিদ্ধান্ত নিয়েছে মঞ্চ। মঙ্গলবার শিলিগুড়িতে যৌথ মঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের চা বাগানগুলির শ্রমিকদের ন্যূনতম মজুরি বিধি বলবত্‌ না থাকায়, চা শ্রমিকরা অনান্য সব শিল্প এবং কৃষি ক্ষেত্রের থেকে তুলনামুলক কম মজুরি পান বলে অভিযোগ। চলতি বছরে মজুরি চুক্তির আগেই দাবি আদায়ে ডান-বাম ২৩টি চা শ্রমিক সংগঠন যৌথ মঞ্চ গঠন করে। সে সময় থেকেই চা শিল্পে ন্যূনতম মজুরি চুক্তির দাবিতে আন্দোলন শুরু করে চা শ্রমিক সংগঠনগুলি। এই দাবিকে সামনে রেখেই আগামী নভেম্বর মাস জুড়ে কনভেনশন, ধর্না, বিক্ষোভ কমর্সূচি নিয়েছে যৌথ মঞ্চ। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ইসলামপুর এবং দার্জিলিঙে কনভেনশনেরও ডাক দিয়েছে মঞ্চ। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ জুড়ে এই কনভেনশনগুলি হবে বলে জানানো হয়েছে। আগামী মাস থেকে ডুয়ার্স ও তরাইয়ের চা বাগানগুলিতে গেট মিটিং এবং বাগান ভিত্তিক অবস্থান আন্দোলন শুরু হবে বলে এ দিন ফোরামের বৈঠকে স্থির হয়েছে।

গাড়ির অনুমতি দু’জেলাতেই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

এখন থেকে শিলিগুড়ি ও দার্জিলিং দু’জায়গা থেকেই গোটা জেলার জন্য গাড়ি চালানোর অনুমতি পাওয়া যাবে। সোমবার দার্জিলিংয়ে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান দার্জিলিংয়ের জেলাশাসক পুনীত যাদব। সেই সঙ্গে জেলায় ‘নো রিফিউজ়াল’ মিটার ট্যাক্সি রাস্তায় নামানোর সময়সীমা তিন মাস বাড়ানোর দাবি পরিবহণ দফতরের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। জেলাশাসক বলেন, “এতদিন শিলিগুড়ি থেকে সমতল ও দার্জিলিং থেকে পাহাড়ের তিন মহকুমায় গাড়ির পারমিট দেওয়া হত। কিন্তু গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে দুই পরিবহন বোর্ডের সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে।” এছাড়া পুজোর মরশুম পড়ে যাওয়ায় নো রিফিউজ়াল মিটার ট্যাক্সির ঋণ পেতে অনেকেরই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিবহণ বোর্ডের সদস্য মদন ভট্টাচার্য। তিনি বলেন, “এই সমস্যার কথা মাথায় রেখে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর দাবি পরিবহন দফতরের কাছে পাঠানো হয়েছে।” এর পাশপাশি সিসি ট্যাক্সির জন্যও পারমিট দেওয়া হবে বলে মদনবাবু জানিয়েছেন।

প্লাস্টিক প্রতিরোধে সচেতনতা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করা-সহ একাধিক বার্তা নিয়ে সীমান্ত থেকে পাহাড় যাত্রা করলেন এক দল বাসিন্দা। সোমবার দিনহাটার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছাত্র, ব্যবসায়ী, খেলোয়াড়দের ওই দলটি গীতালদহ থেকে কালিম্পঙের দিকে যায়। তাঁরা জানান, দু’দিনের ওই কর্মসূচিতে দলে ৪২ জন রয়েছেন। তাঁদের নাটক করার একটি দল রয়েছে যারা কোচবিহার, ফালাকাটা, মাদারিহাট, বানারহাট, কালিম্পং-সহ যাত্রাপথে বিভিন্ন জায়গায় পথনাটিকা পরিবেশন করবেন। সেই সঙ্গে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে লিফলেটও বিলি করা হবে। ওই দলের সঙ্গে রয়েছেন দিনহাটার ব্যবসায়ী সুরেন্দ্র রাঠী, খেলোয়াড় চন্দন সেনগুপ্ত। তাঁরা বলেন, “সচেতনতা বাড়াতেই উদ্যোগে সামিল হয়েছি।”

বাইকে এসে হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

ভর দুপুরে এক প্রাক্তন সরকারি কর্মচারীর সোনার মালা ছিনতাই এর ঘটনা ঘটেছে ইসলামপুরে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর থানার নেতাজিপল্লি এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুরে তৃপ্তি কুন্ডু নামে এক বৃদ্ধা ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। রাস্তায় রিকশা ছেড়ে তিনি হেঁটেই ফিরছিলেন। একটি মোটরবাইকে করে আসা দুই যুবক তার হার ছিনিয়ে নিয়ে পালায়।

ব্যবসায়ীর টাকা লুঠ

বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৭ হাজার টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। সোমবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে মাথাভাঙা থানার সিতাই মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইশগুড়ি এলাকার বাসিন্দা নিমাই সাহা পানের ব্যবসা করেন। মাথাভাঙা শহরে তাঁর ব্যবসা রয়েছে। এ দিন রাতে ব্যবসার পরে একটি ব্যাগে টাকা নিয়ে রিকশায় চেপে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি মোটরবাইকে চেপে দুই জন রিকশা আটকে নিমাইবাবুর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে যায় বলে অভিযোগ। মাথাভাঙার এসডিপিও গণেশ বিশ্বাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু

গাছে উঠে ডাল ভাঙার সময় বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বালিকার। মালদহের কালিয়াচক থানার গয়েশবাড়ি-নয়াবস্তি এলাকায় মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম ফরিজা খাতুন(১০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE