Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

ফের প্রকাশ্যে এল জলপাইগুড়ি জেলা তৃণমূলের কোন্দল। শনিবার বানারহাটে দলের প্রকাশ্য সভায় বক্তৃতায় দলের জেলা নেতৃত্বকে দুষলেন প্রাক্তন জেলা সভাপতি তথা দলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক কৃষ্ণকুমার কল্যাণী। এ দিন বিকেলে বানারহাট বাজারে প্রকাশ্য সভার আয়োজন করে তৃণমূলের জেলা নেতৃত্বের বিরোধী গোষ্ঠী বলে পরিচিচ নেতারা। সভায় কৃষ্ণবাবুই ছিলেন মূল বক্তা। জেলা নেতাদের একাংশকে সেই সভায় ডাকা হলেও, তাঁদের অনেককেই সভায় দেখা যায়নি।

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ০০:৩৯
Share: Save:

কোন্দল প্রকাশ্যে

নিজস্ব সংবাদদাতা • বানারহাট

ফের প্রকাশ্যে এল জলপাইগুড়ি জেলা তৃণমূলের কোন্দল। শনিবার বানারহাটে দলের প্রকাশ্য সভায় বক্তৃতায় দলের জেলা নেতৃত্বকে দুষলেন প্রাক্তন জেলা সভাপতি তথা দলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক কৃষ্ণকুমার কল্যাণী। এ দিন বিকেলে বানারহাট বাজারে প্রকাশ্য সভার আয়োজন করে তৃণমূলের জেলা নেতৃত্বের বিরোধী গোষ্ঠী বলে পরিচিচ নেতারা। সভায় কৃষ্ণবাবুই ছিলেন মূল বক্তা। জেলা নেতাদের একাংশকে সেই সভায় ডাকা হলেও, তাঁদের অনেককেই সভায় দেখা যায়নি। কৃষ্ণবাবুর অভিযোগ, “সৌরভবাবু মনে করছেন, তিনি লোকসভায় দুটি কেন্দ্রে (জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার) দলের প্রার্থীকে জিতিয়েছেন। এটা ঠিক নয়। এর জন্য পুরোনোকর্মীদের অবদান রয়েছে। অথচ তাঁরাই দলে অসম্মানিত হচ্ছেন।”দলের জেলা সভাপতি সৌরভবাবু অবশ্য পাল্টা দাবি করে বলেছেন, এ দিন বানারহাটে তৃণমূলের কোন সভা ছিল না। সৌরভবাবুর প্রতিক্রিয়া, “কৃষ্ণবাবু রাজ্যের নেতা। আমি জেলার দায়িত্বে রয়েছি মাত্র। ক্ষোভ বিক্ষোভের কথা তিনি তো রাজ্যের নেতৃত্বের কাছে জানাতে পারতেন।”

কলেজে বিবাদ

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজ। শনিবার কলেজে এই ঘটনায় তৃণমূলের এক সক্রিয় সদস্য সমীর ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে গঙ্গারামপুর কলেজে ভর্তি করা হয়েছে। পরে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অভিযুক্ত গোষ্ঠীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি ও সিপিএমের ছাত্র নেতারা গোলমাল ছড়িয়েছে। যদিও বিজেপি ও সিপিএম দুদলই অভিযোগ অস্বীকার করেছে। হরিরামপুর থানার আইসি দেবাশিস বসু বলেন, “মারধরের অভিযোগে রাহেল রানা সরকারকে গ্রেফতার করা হয়েছে।”

আটকে রেখে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • মালদহ

কাজ না-করেই প্রকল্প শেষ হয়েছে বলে বোর্ড টাঙানো হচ্ছে দেখে ক্ষুব্ধ বাসিন্দারা ৪ ঘণ্টা ধরে ঠিকাদার এবং এক জেলা পরিষদ সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন। শনিবার বেলা ১২ টা থেকে মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের আলমটোলা গ্রামে তাঁদের আটকে রেখে বিক্ষোভ দেখায় জনতা। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন। এই ঘটনায় গ্রামবাসীরা ঠিকাদার নিমাই সরকার ও জেলা পরিষদের সিপিএমের সদস্য দ্বীজেন্দ্র নাথ মন্ডলের বিরুদ্ধে প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে ৩ কিলোমিটার রাস্তা তৈরির প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। যদিও অভিযুক্তরা তা অস্বীকার করেছেন।

আগ্নেয়াস্ত্র, গাঁজা-সহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

সাড়ে ২০ কেজি গাঁজা, পাইপগান ও গুলি সহ তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানা এলাকার জলপাই মোড়ে। আগাম খবর পেয়ে পুলিশ এলাকায় উপস্থিত ছিল। পুলিশ জানায়, একটি বাইকে তিনজন তিনবাত্তির দিক থেকে আসে। তাদের আটক করলে বাইকের ডিকি থেকে গাঁজার প্যাকেট ও একজনের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়। এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। বাইকটিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের একজনের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায়। বাকি দুজন মাটিগাড়ার বাসিন্দা। এদের মধ্যে একজন নাবালক। নাবালকটিকে দার্জিলিং জুভেনাইল আদালতে পাঠানো হয়েছিল। বাকি দু’জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

জয়ী বিএসএফ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

মিলনমোড় গোল্ড কাপে শনিবার জলন্ধর বিএসএফ দল টাই-ব্রেকে হারিয়েছে শিলিগুড়ির অমুক্ত পরিবারকে। এ দিন চম্পাসারি মধুরমিলন সঙ্ঘের মাঠে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। অমুক্ত পরিবারের পক্ষে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় গোল করেন প্রকাশ রায়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে জলন্ধরের হয়ে গোল শোধ করেন পি কে তিওয়ারি। পরে টাই ব্রেকে খেলার ভাগ্য নির্ধারণ হয়। অন্য দিকে, সুকনা গোল্ড কাপে উদ্বোধন ম্যাচে ৪ গোলে জিতল কদমতলা ফুটবল ক্লাব। শনিবার তারা মিজোরাম দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে।

প্রদীপের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা • বানারহাট

চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে সামনে রেখে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিক নেতাদের নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। শনিবার বানারহাট ধর্মশালায় কংগ্রেসের কর্মিসভায় যোগ দিতে এসে উত্তরবঙ্গের জেলা গুলি থেকে কর্মীদের জড়ো করে বড় সমাবেশ করার কথাও জানান তিনি।

বসা নিয়ে বচসা

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ট্রেনে বসার জায়গা নিয়ে যাত্রীদের সঙ্গে বচসায় জড়ালেন দুই বিএসএফের জওয়ান। শনিবার রাতে এনজেপিতে পদাতিক এক্সপ্রেসের ঘটনা। পরে হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন নিউ জলপাইগুড়ি জিআরপি। তারা ওই দুই জওয়ানকে ট্রেন থেকে নামিয়ে দেন। ওই দুই জওয়ান জোর করে আগে ট্রেনে উঠতে চাইলে বচসা বাধে। তবে যাত্রীদের পক্ষে কোনও অভিযোগ দায়ের হয়নি।

জাল নোট, ধৃত

এক লক্ষ টাকার জাল নোট-সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের রতুয়া থানার সামসি এলাকা থেকে শনিবার সকালে আবু হায়াত, হাসিবুল শেখ ও জইরুল শেখকে ধরে। ধৃতেরা সকলেই চাঁচলের ধানগাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার থেকে জলপাইগুড়িতে শুরু হল পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। ছবি: সন্দীপ পাল।

বড়দিনের সাজে সেজেছে কালিম্পঙের রাস্তা। শনিবার সন্ধ্যায় বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story uttar tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE