Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুড়ল বাস, প্রশ্নে টার্মিনাস

ভয়াবহ অগ্নিকাণ্ডে পু়ড়ে ছাই হয়ে গেল যাত্রীবাহী এক বেসরকারি বাস। সোমবার গভীর রাতে মালদহের গৌড়কন্যা বাস টার্মিনাসের ঘটনা।এই ঘটনায় প্রশ্ন উঠেছে ওই বাস টার্মিনাসের অগ্নি নির্বাপণের পরিকাঠামো নিয়ে।

অগ্নিকাণ্ড: পুড়ে ছাই বেসরকারি বাস। নিজস্ব চিত্র

অগ্নিকাণ্ড: পুড়ে ছাই বেসরকারি বাস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:২৭
Share: Save:

ভয়াবহ অগ্নিকাণ্ডে পু়ড়ে ছাই হয়ে গেল যাত্রীবাহী এক বেসরকারি বাস। সোমবার গভীর রাতে মালদহের গৌড়কন্যা বাস টার্মিনাসের ঘটনা।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে ওই বাস টার্মিনাসের অগ্নি নির্বাপণের পরিকাঠামো নিয়ে। অভিযোগ, দশদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে টার্মিনাসে থাকা জলের ট্যাপ ও টিউবকলগুলো। যার জেরে গাড়িটি পুড়তে দেখেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে পারেননি বাসকর্মীরা। প্রায় ৩০ মিনিট পরে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইংরেজবাজার পুরসভার রবীন্দ্র ভবন এলাকার গৌড়কন্যা বাস টার্মিনাসে তিন শতাধিক বেসরকারি ও সরকারি বাস থাকে। দু’বছর আগে টার্মিনাসটি চালু হলেও এখনও পরিকাঠামোর কোন উন্নয়ন হয়নি বলে পরিবহণ কর্মীদের অভিযোগ। গোটা টার্মিনাসে দু’টি ট্যাপ ও একটি টিউবওয়েল রয়েছে। সেগুলোও দশদিন ধরে অকেজো।

মালদহ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য কাজল দাসের অভিযোগ। ‘‘একাধিক বার বলা সত্ত্বেও পুরসভার তরফে টার্মিনাসে কোনও রকম অগ্নি নির্বাপণ সামগ্রীর ব্যবস্থা করা হয়নি।’’

এ দিন রাত সাড়ে ১২টা নাগাদ একটি বেসরকারি বাসে আচমকা আগুন লেগে যায়। হইচই পড়ে যায় এলাকা জুড়ে। অন্যান্য বাস চালকেরা বাকি গাড়িগুলো সরিয়ে নেয়। দমকল দফতরের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনায় আক্ষেপ করেছেন গাড়ির চালক সাদিকুল শেখ। তিনি বলেন, ‘‘গাড়িটিকে চোখের সামনে পুড়তে দেখলাম। জনাদশেক কর্মী থাকলেও কিচ্ছু করতে পারলাম না।’’

টার্মিনাসে শীঘ্র জলের সমস্যা মেটানো হবে বলে জানিছেন পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Burning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE