Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সিআইডি নজরে অনেকেই

হোমকাণ্ডের তদন্তে সিআইডির নজর এ বার আরও একাধিক সরকারি আধিকারিকের দিকে৷ বৃহস্পতিবারই সিআইডির একটি তদন্তকারী দল জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে কথা বলেন৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০২:১৭
Share: Save:

হোমকাণ্ডের তদন্তে সিআইডির নজর এ বার আরও একাধিক সরকারি আধিকারিকের দিকে৷ বৃহস্পতিবারই সিআইডির একটি তদন্তকারী দল জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে কথা বলেন৷ বেশ কয়েক জন আধিকারিকের ফোন নম্বরও সংগ্রহ করেন তাঁরা৷ সিআইডি সূত্রের খবর, খুব শীঘ্রই ওই আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করবেন তাঁরা৷

হোমকাণ্ডে গত ১৮ ফেব্রুয়ারি চন্দনা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়৷ তার পর থেকে একে একে চন্দনার ভাই মানস ভৌমিক, বিজেপির মহিলা নেত্রী জুহি চৌধুরী, জলপাইগুড়ি ও দার্জিলিং-এর দুই ডিসিপিও সমেত ছ’জনকে গ্রেফতার করা হয়৷ যারা প্রত্যেকেই এই মুহূর্তে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন৷

সূত্রের খবর, এ দিন দুপুরে সিআইডির একটি দল জেলাশাসকের দফতরে গিয়ে সোজা অতিরিক্ত জেলাশাসক সুমেধা প্রধানের চেম্বারে যান৷ সেখানে বেশ খানিক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন গোয়েন্দারা৷ তবে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে তাদের কী কথা হয়েছে সে ব্যাপারে তারা কিছু জানাননি। পরে অতিরিক্ত জেলাশাসক বলেন, ‘‘সিআইডির লোকেরা আমার কাছে এসেছিল৷ হোমের ব্যাপারে ওরা কয়েকজন আধিকারিকের ফোন নম্বর চায়৷ এর বাইরে আর কোনও কথা হয়নি৷’’

সিআইডির এক কর্তা বলেন, ‘‘শিশুরা যাতে হোমে সুরক্ষিত থাকে তা দেখার দায়িত্ব কিছু সরকারি আধিকারিকেরও থাকে৷ অথচ, তাদের নজর এড়িয়ে কী ভাবে এতগুলি শিশুকে বেআইনিভাবে দত্তক দেওয়া হল সেটাও একটা বড় প্রশ্ন৷ তাই তদন্তে সবদিকই দেখা হচ্ছে ৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CID Trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE