Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শিক্ষককে আক্রমণ নিয়ে চাপানউতোর

জোটের সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠল ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ারে। এক স্কুলশিক্ষকের বাড়ির সামনে গালিগালাজ করে তাঁর বাড়ির বেড়া দুমড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ০২:৩২
Share: Save:

জোটের সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠল ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ারে। এক স্কুলশিক্ষকের বাড়ির সামনে গালিগালাজ করে তাঁর বাড়ির বেড়া দুমড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

গত মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। স্কুল শিক্ষক সিপিএমের শিক্ষক সংগঠনের নেতা। সুধাংশু বিশ্বাস নামে ওই শিক্ষকের অভিযোগ, ভোটের আগে জোটের হয়ে প্রচার করাতেই তাঁর বাড়িতে হামলা হয়েছে। অভিযোগ, গত মঙ্গলবার রাত ১২টা নাগাদ ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট সম্রাট সান্যাল দলবল এনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। দেখে নেওয়ার হুমকি দেয়। বাড়ির দেওয়ালের উপরে লাগানো টিন দুমড়ে মুচড়ে দেয়। ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের ওয়ার্ড সভাপতি সম্রাটবাবু পাল্টা অভিযোগ করে বলেন, ‘‘ওই শিক্ষক নেতা আমাদের বিকেলে গালিগালাজ করেছিলেন বলে জানতে পারি। কী হয়েছে সেই খোঁজ নিতেই ওঁর বাড়ির সামনে গিয়েছিলাম।’’

ভোটের ফল প্রকাশের পর থেকে ময়নাগুড়িতেও জোটের কর্মী-সমর্থকদের ওপর আক্রমণ চলছে বলে অভিযোগ। সিপিএমের ময়নাগুড়ি জোনাল কমিটির সম্পাদক অরুণ ঘোষ অভিযোগ করেন, ‘‘আমাদের কর্মীদের থেকে জোর করে নগদ টাকা, মাংস দিতে বলা হচ্ছে। ভোটপট্টি, পদমতি এলাকায় কর্মীদের রোজ মারধর করা হচ্ছে।’’ ময়নাগুড়ি ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোষালের অভিযোগ, জোড়পাকড়িতে দলের এক প্রবীণ কর্মীর থেকে পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। ময়নাগুড়ি ব্লক তৃণমুল সভাপতি শশাঙ্ক রায়বসুনিয়া যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘‘ভোটে হারার পরে নিজেদের সংগঠন নিয়েই বাম এবং কংগ্রেস নেতারা আতঙ্কিত। বাড়ির চালে পাতা পড়ার শব্দ শুনলে ঢিল ভাবছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE