Advertisement
২৭ এপ্রিল ২০২৪
জলপাইগুড়িতে নালিশ

হাসপাতালে হাতাহাতি তৃণমূল কর্মীর

ভিজিটিং আওয়ার্স নয়। তাই ওয়ার্ডে ঢুকতে গেলে গেটে আটকে দেয় নিরাপত্তা রক্ষী। তার জেরেই বচসা ও হাতাহাতিতে জড়ালেন তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মী ৷ শুক্রবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে ঘটনাটি ঘটে৷

জলপাইগুড়ি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ০১:২৫
Share: Save:

ভিজিটিং আওয়ার্স নয়। তাই ওয়ার্ডে ঢুকতে গেলে গেটে আটকে দেয় নিরাপত্তা রক্ষী। তার জেরেই বচসা ও হাতাহাতিতে জড়ালেন তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মী ৷ শুক্রবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে ঘটনাটি ঘটে৷

জানা গিয়েছে, জলপাইগুড়ির আদরপাড়া এলাকার এক বাসিন্দা এ দিন ভোরে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ সকাল সাড়ে ন’টা নাগাদ তৃণমূল যুব কংগ্রেস কর্মী বাপী সিং সহ দু’জন তাকে দেখতে হাসপাতালে যান৷ কিন্তু ভিজিটিং আওয়ার্স না হওয়ায় গেটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী তাদের আটকান৷ তখনই প্রথমে বচসা ও পড়ে হাতাহাতি বেধে যায়৷ বাপীবাবুর অভিযোগ, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা ওই সময় হাসপাতালে গিয়েছিলেন ৷ নিরাপত্তা রক্ষীকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য অনুরোধও করেন ৷ কিন্তু কর্তব্যরত নিরাপত্তা রক্ষী পূর্ণেন্দু রায় আচমকাই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন ৷ তারপর পূর্ণেন্দুবাবুর সঙ্গে আরও এক নিরাপত্তা রক্ষী তাকে মারধর করে বলে অভিযোগ করেন ৷ ঘটনার পরই হাসপাতালে ভর্তি করা হয় বাপীকে ৷

হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ শচীন্দ্রনাথ রায় পাল্টা অভিযোগ করে বলেন, ‘‘ভিজিটিং আওয়ার্স না থাকায় নিরাপত্তা রক্ষী পূর্ণেন্দুবাবু ওই ব্যক্তিকে হাসপাতালে ঢুকতে নিষেধ করেছিলেন ৷ তারপর ওই ব্যক্তিই পূর্ণেন্দুবাবুকে ধাক্কাধাক্কি শুরু করে৷’’

এ দিকে ঘটনার পর বাপী সিং এর অভিযোগের ভিত্তিতে পুলিশ পূর্ণেন্দুবাবু সহ দুই নিরাপত্তা রক্ষীকে আটক করে ৷ পুলিশ অবশ্য আটকের কথা মানতে চায়নি৷ কোতোয়ালি থানার এক পুলিশ কর্তা বলেন, মারধরের অভিযোগ জমা পড়ায় ওই দু’জনকে থানায় ডাকা হয়েছিল ৷ পড়ে কথা বলে তাদের ছেড়েও দেওয়া হয় ৷ হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানান, এ দিনের ঘটনা নিয়ে নিরাপত্তা রক্ষীদের বয়ান থানায় পাঠিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE