Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রতারণা চক্র জলপাইগুড়িতে

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে একটি প্রতারনা চক্র সক্রিয় হয়ে উঠেছে জলপাইগুড়িতে৷ অর্থের বিনিময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হচ্ছে এমন গুজব ছড়িয়ে ওই চক্রটি প্রার্থীদের প্রতারণা করতে চাইছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০২:১১
Share: Save:

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে একটি প্রতারনা চক্র সক্রিয় হয়ে উঠেছে জলপাইগুড়িতে৷ অর্থের বিনিময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হচ্ছে এমন গুজব ছড়িয়ে ওই চক্রটি প্রার্থীদের প্রতারণা করতে চাইছে৷ ববিবার রীতিমত সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্তিমোহন রায় ৷

এ মাসেই জলপাইগুড়িতে প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা৷ তার ঠিক আগে খোদ ডিপিএসসি-র চেয়ারম্যানের এমন অভিযোগে স্বাভাবিক ভাবেই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে৷ ডিপিএসসি-র চেয়ারম্যানের অভিযোগ, ওই চক্রটি সুকৌশলে বাজারে প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে অর্থের লেন-দেনের বিষয়টি নিয়ে গুজব ছড়াচ্ছে৷ এতে করে অনেক প্রার্থীই বিভ্রান্ত হচ্ছেন৷ তাঁর কথায়, “টেট পরীক্ষার ফলও নিরপেক্ষ ভাবেই প্রকাশ হয়েছে৷ ভাইবাও নিরপেক্ষভাবেই হবে৷ তাই চাকরিপ্রার্থীদের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন এমন কোনও চক্রের খপ্পরে না পড়েন৷”

ডিপিএসসি সূত্রের খবর, ইতিমধ্যেই জলপাইগুড়িতে এমন একটি ঘটনা ঘটেওছে৷ গতমাসে একটি প্রতারণা চক্র ধুপগুড়ির বাসিন্দা শুভেন্দু রায় এক নামে এক ব্যাক্তিকে একটি ভুয়ো নিয়োগপত্র দেয়৷ যে চক্রে ধুপগুড়ি ও হাসিমারার দুইজন জড়িত বলে ডিপিএসসি কর্তাদের সন্দেহ৷ ডিপিএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, গত মাসেই বিষয়টি নিয়ে জেলার পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ জানানো হয়েছে ৷

কিন্তু প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সক্রিয় এই প্রতারণা চক্রের ব্যাপারে ডিপিএসসি-র তরফে পুলিশকে কিছু জানানো হয়েছে? ধর্তিমোহনবাবু বলেন, “আমরা আলাদা ভাবে কিছু জানাইনি৷ তবে পুলিশ-প্রশাসন সবটাই জানে৷” জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি অবশ্য জানিয়েছেন, এমন কোনও চক্রের কথা তাঁর জানা নেই৷ তবে বিষয়টি তারা খতিয়ে দেখবেন৷

ডিপিএসসি সূত্রের খবর, জলপাইগুড়িতে খুব শীঘ্রই প্রায় সাড়ে বারোশ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে৷ চেয়ারম্যান জানান, এ মাসেরই ২২-২৩ তরিখ নাগাদ হয়তো ভাইবাও শুরু হয়ে যাবে৷

লক্ষ্মীপুজোর মেলা। ডুয়ার্সের মৌলানিতে ঐতিহ্যশালী লক্ষ্মীপুজোর মেলা শুরু হয়ে গেল। পাঁচশতাধিক অস্থায়ী দোকান নিয়ে এ বারের মেলা শুরু হয়েছে বলে জানান মেলা কমিটির সভাপতি মহাদেব রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Primary school Jaipaiguri School teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE