Advertisement
১১ মে ২০২৪

জঞ্জাল-জটে জলপাইগুড়ি

শহরে যত্র-তত্র নোংরা আবর্জনা পড়ে থাকা নিয়ে ক্ষোভ বাড়ছে জলপাইগুড়িতে৷ অভিযোগ, প্রায় প্রতিদিনই শহরের বেশ কিছু এলাকায় রাস্তার পাশে আবর্জনার স্তুপ পড়ে থাকছে৷

দূষণ: জলপাইগুড়ির রাস্তায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে আবর্জনা। নিজস্ব চিত্র

দূষণ: জলপাইগুড়ির রাস্তায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে আবর্জনা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:১১
Share: Save:

শহরে যত্র-তত্র নোংরা আবর্জনা পড়ে থাকা নিয়ে ক্ষোভ বাড়ছে জলপাইগুড়িতে৷ অভিযোগ, প্রায় প্রতিদিনই শহরের বেশ কিছু এলাকায় রাস্তার পাশে আবর্জনার স্তুপ পড়ে থাকছে৷ অনেক সময়, কয়েকদিন পরপর সেগুলি পরিস্কার হচ্ছে৷ জলপাইগুড়ি শহরের বাসিন্দা অনুপকুমার দাস বলেন, ‘‘বাড়ির সামনে প্রতিদিনই আবর্জনার স্তুপ পড়ে থাকে৷ দুর্গন্ধে ঘরের জানালা পর্যন্ত খুলতে পারি না৷ পুরসভাকে জানিয়েও লাভ হয় না।’’ যদিও এমন অভিযোগ মানতে নারাজ পুরসভা৷

ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ যেজন্য রাজ্য সরকার প্রায় তেরো কোটি টাকা বরাদ্দও করেছে৷ পুরকর্তাদের দাবি খুব শীঘ্রই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা চলছে৷ কিন্তু একদিকে পুরসভা যখন এমন কাজে উদ্যোগী হচ্ছে ঠিক তখনই শহরের নানান প্রান্তে নোংরা আবর্জনা পড়ে থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন৷

বিরোধীরা অবশ্য এ জন্য পুরসভাকেই দুষেছে৷ জলপাইগুড়়ির বিরোধী কংগ্রেসের কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, ‘‘একেকটা ওয়ার্ড থেকে আবর্জনা সংগ্রহ করতে যে সংখ্যক কর্মীর প্রয়োজন, জলপাইগুড়ির বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রেই তা বরাদ্দ করে না পুরসভা৷ ফলে ওয়ার্ডগুলি থেকে যেভাবে আবর্জনা সংগ্রহ হওয়ার কথা তা হচ্ছে না৷ বাধ্য হয়েই মানুষ প্রতিটি ওয়ার্ডে একটি-দু’টি করে জায়গা নিজেরাই বানিয়ে নিচ্ছেন৷’’ তিনি জানান, এই সব জায়গায় প্রতিদিন তাঁরা তাঁদের বাড়ির আবর্জনা ফেলে দিচ্ছেন৷ অনেক সময় পুরসভা সেই আবর্জনাও না তোলায় তা স্তুপে পরিণত হচ্ছে৷

পুরসভার কর্তারা এই অভিযোগ মানতে নারাজ৷ তাঁদের কথায়, এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের সর্বত্র প্রতিদিনই সকালের একবার করে আবর্জনা সংগ্রহ করা হয়৷ তা ছাড়া, সারাদিনে যেসব আবর্জনা জমছে তা অনেক জায়গা থেকে বিকেলেও সংগ্রহ করা হয়৷ শহরের বাসিন্দা সাধন সরকারের অভিযোগ, ‘‘প্রতিদিন স্টেশন বাজারে যাই৷ স্টেশন সংলগ্ন জায়গায় প্রায়শই আবর্জনা পড়ে থাকে৷’’ অনেকেরই অভিযোগ, শিল্পসমিতিপাড়ার নতুন ব্রিজ সংলগ্ন এলাকা, কামাড়পাড়া থেকে দিনবাজার ঢোকার মুখে, স্টেশন সংলগ্ন এলাকা, আনন্দপাড়া, বৌবাজার প্রভৃতি এলাকায় প্রতিদিনই আবর্জনার স্তুপ পড়ে থাকে৷ অম্লানবাবুর আরও অভিযোগ, ‘‘শহরের আবর্জনা প্রতিদিন ডাম্পিং গ্রাউন্ডে ফেলার কথা থাকলেও অনেক সময়ই তা শিল্প সমিতির পাড়ায় নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় ফেলে রাখা হয়৷’’ পুর-চেয়ারম্যান মোহন বসু অবশ্য এ কথা মানেননি৷ তাঁর সাফ কথা, ‘‘বিরোধীরা যাঁরা অভিযোগ করছেন হয়, তাঁদের চোখে ছানি পড়েছে বা রাজনীতি করার জন্য এ সব কথা বলছেন৷’’

এখানেই শেষ নয়, প্রতিদিন প্রচুর মানুষ করলা নদীতেও নোংরা আবর্জনা ফেলছেন বলে অভিযোগ৷ পুরসভার দাবি, তাঁদের সচেতন করার কর্মসূচি নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Garbage Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE