Advertisement
২৭ এপ্রিল ২০২৪

গৌড়ের কলেজে উদ্বোধন অ্যাপের

র‌্যাগিং এর অভিযোগ জানানো থেকে শুরু করে পরীক্ষার ফলাফল। কলেজ সর্ম্পকিত যাবতীয় তথ্য এ বার অ্যাপের মাধ্যমে জানতে পারবেন গৌড় মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বুধবার উত্তরবঙ্গের মধ্যে প্রথম অ্যাপ চালু হল পুরাতন মালদহের গৌড় মহাবিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০২:১২
Share: Save:

র‌্যাগিং এর অভিযোগ জানানো থেকে শুরু করে পরীক্ষার ফলাফল। কলেজ সর্ম্পকিত যাবতীয় তথ্য এ বার অ্যাপের মাধ্যমে জানতে পারবেন গৌড় মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বুধবার উত্তরবঙ্গের মধ্যে প্রথম অ্যাপ চালু হল পুরাতন মালদহের গৌড় মহাবিদ্যালয়ে।

এ দিন সেই অনুষ্ঠানেই আগামী তিন বছরের মধ্যে প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই কলেজকে ‘স্মার্ট কলেজ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানালেন অধ্যক্ষ অসীমকুমার সরকার। তিনি বলেন, ‘‘এখন কলেজের অধিকাংশ ছাত্র-ছাত্রীরই হাতেই স্মার্ট ফোন রয়েছে। ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসেই ভর্তির ফি, পরীক্ষার দিনক্ষণ, ক্লাসে তাঁদের উপস্থিতির হার জানতে পারবেন।’’

শুধু তাই নয়, র‌্যাগিং এর অভিযোগ থেকে শুরু করে কলেজ সর্ম্পকিত কোনও অভিযোগ থাকলে, তাও পড়ুয়ারা করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। অসীমবাবুর কথায়, ‘‘আমরা অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করেছি সেই বিষয়েও এ ভাবে জানতে পারবেন ছাত্রছাত্রীরা।’’ কলেজ কর্তৃপক্ষের এমন অভিনব উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরাও।

গৌড় মহাবিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি করে অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপ তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। প্রত্যেক ছাত্র-ছাত্রী তাঁদের অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপের মাধ্যমে যেমন র‌্যাগিং, ভর্তি নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি নতুন কোনও বিষয়ে পঠন-পাঠন চালুর বিষয়েও জানতে পারবেন। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্মদিনের শুভেচ্ছা বার্তাও পাঠাতে পারবে কর্তৃপক্ষ। অ্যাপের মাধ্যমে ভর্তির জন্য লাইনে দাঁড়াতে হবে না ছাত্রছাত্রীদের। তাছাড়া পরীক্ষার ফলাফল বা পরীক্ষার দিনক্ষণ কবে ঘোষণা হবে তা জানতে আর পড়ুয়াদের কলেজে আসতে হবে না বলে জানান ওই কলেজের প্রশাসক শক্তিপদ পাত্র। তিনি এও বলেন, ‘‘ছাত্রছাত্রীদের সুবিধার্থে আগামী দিনে ক্যাম্প করে অ্যাপ সম্পর্কে প্রচার করা হবে। আশা করছি অ্যাপের মাধ্যমে সুবিধে হবে পড়ুয়াদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gour Mahavidyalaya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE