Advertisement
১১ মে ২০২৪

চার জনই ছুটিতে, বিপাকে রোগীরা

চিকিৎসকদের একাংশ অতিরিক্ত কাজ করলেও অপর অংশ নানা অজুহাতে ফাঁকি দেন বলে অভিযোগ দীর্ঘ দিনের। তাতে চিকিৎসকদের একটা অংশ ক্ষুব্ধ।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০৩:০৬
Share: Save:

হাসপাতালের চার জন বিশেষজ্ঞ ‘ফিজিশিয়ান’। আর চার জনই ছুটিতে। আর তার জেরেই শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীদের একাংশের চিকিৎসা পরিষেবা শিকেয় উঠেছে। অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে বলেও অভিযোগ। শুক্রবার এবং শনিবার হাসপাতালের সাধারণ ফিজিশিয়ানদের অনুরোধ করে বহির্বিভাগ কোনও রকমে চালাতে হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন মানের নিরিখে রাজ্যের হাসপাতালগুলোর মধ্যে গত বছর সেরা হয় শিলিগুড়ি জেলা হাসপাতাল। সেখানে রোগী পরিষেবার এই হাল নিযে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে থাকার সময়েই এই সঙ্কটের শুরু।

চিকিৎসকদের একাংশ অতিরিক্ত কাজ করলেও অপর অংশ নানা অজুহাতে ফাঁকি দেন বলে অভিযোগ দীর্ঘ দিনের। তাতে চিকিৎসকদের একটা অংশ ক্ষুব্ধ। এই ঘটনা তারই ফল কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তারা সমালোচনা করেছেন। হাসপাতাল কর্তুপক্ষের দাবি, মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা রোগী দেখার কাজ করছেন।

হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘‘চার জন বিশেষজ্ঞ ফিজিশিয়ান ছুটিতে থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। প্রথম দু’জন ছুটি নেন। পরে গত শুক্রবার থেকে বাকি দু’জন শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। সমস্যার কথা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে জানানো হয়েছে।’’

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, একজন স্ত্রীর অসুস্থতার জন্য ২৮ মে থেকে তিন দিনের ছুটি নিয়েছিলেন। সেই থেকে আসেননি। অপর একজন ছুটি নিয়েছেন গত ৪ জুন থেকে। দু’জন কোনও রকমে কাজ চালাচ্ছিলেন। ৮ জুন এক চিকিৎসক শরীর অসুস্থ হবে নার্সিংহোমে ভর্তি হয়ে ছুটি নিয়েছেন। হাসপাতালেরই একটি সূত্রে খবর, তিনি ওই দিনই নার্সিংহোম থেকে বাড়িতে ফিরে গিয়েছেন বলেই তাঁরা জানতে পেরেছেন। তিনি নার্সিংহোমে ভর্তি হওয়ার কিছু পরে শেষ জনও শরীর খারাপ বলে ওই দিনই নার্সিংহোমে ভর্তি হয়ে যান।

রবিবার তিনি নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন বলে হাসপাতালেরই একটি সূত্র জানিয়েছে। তবে চিকিৎকদের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে এখনও কিছু না জানানোয় হাসপাতালের পরিষেবা দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ কাটেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE