Advertisement
১০ মে ২০২৪
Dengue

ডেঙ্গি রুখতে আকাশেই চোখ সবার

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বর্তমানে কোচবিহারে ৮৬ জন বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এখনও বহু জ্বরের রোগী ভর্তি হচ্ছেন। কোচবিহার জেলার স্বাস্থ্য আধিকারিক (২) শ্যামল সোরেন বলেন, “ডেঙ্গির মশা যেহেতু পরিষ্কার জলে ডিম পাড়ে, তাই বৃষ্টি না হলে মশা নিয়ন্ত্রণে চলে আসবে। নতুন করে ডেঙ্গি ছড়ানোর সম্ভাবনা কমে যাবে।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০১:৫০
Share: Save:

সকাল থেকে আকাশের মুখ ভার। গত দু’দিন বৃষ্টিও হয়েছে কোচবিহারে। এই অবস্থায় ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বিশেষ করে যে এলাকাগুলিতে ডেঙ্গির প্রবণতা বেশি, সেই সব এলাকার মানুষদের মধ্যে সচেতনতা তৈরি বেশি জরুরি বলে মনে করছেন স্বাস্থ্য কর্তারা।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বর্তমানে কোচবিহারে ৮৬ জন বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এখনও বহু জ্বরের রোগী ভর্তি হচ্ছেন। কোচবিহার জেলার স্বাস্থ্য আধিকারিক (২) শ্যামল সোরেন বলেন, “ডেঙ্গির মশা যেহেতু পরিষ্কার জলে ডিম পাড়ে, তাই বৃষ্টি না হলে মশা নিয়ন্ত্রণে চলে আসবে। নতুন করে ডেঙ্গি ছড়ানোর সম্ভাবনা কমে যাবে।’’

শুধু বৃষ্টি কমার আশাতেই বসে না থেকে পরিস্থিতি মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছেন বলে দাবি স্বাস্থ্যকর্তাদের। ডেঙ্গির প্রভাব সবথেকে বেশি রয়েছে মাথাভাঙা ও কোচবিহার ১ নম্বর ব্লকে। মাথাভাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। কোচবিহার ১ নম্বর ব্লকে ডেঙ্গিতে আক্রান্ত ১৫ জনের বেশি। তুফানগঞ্জে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার এক মাস পরে এক যুবকের মৃত্যু হয়। যদিও স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন, ওই যুবক অন্য রোগেও আক্রান্ত ছিলেন।

আবহাওয়া দফতর আশার কথা শুনিয়েছে। দফতর সূত্রের খবর, আগামী দু’দিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। পরে আকাশ আরও পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ মৌসম সেবা কেন্দ্রের নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে যা বৃষ্টি হয়েছে তাতে আগামী সপ্তাহ দুয়েক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্তারা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সঙ্গে কোচবিহারেও ডেঙ্গি ছড়াতে শুরু করায় সতর্ক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু কোচবিহারে সাংসদ পার্থপ্রতিম রায় স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পার্থবাবু বলেন, “আমরাও মশারি বিলি, ব্লিচিং পাউডার ছড়ানোর মতো কাজে নেমেছি।” স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘প্রায় ৫০ জন বাইরের থেকে ডেঙ্গি নিয়ে কোচবিহারে এসেছেন। সে দিক থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE