Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অশান্তি, ক্ষতি বাড়ছে নিগমের

প্রাথমিক হিসেব অনুযায়ী, সব মিলিয়ে দেড় মাসে আর্থিক ক্ষতির অঙ্ক দেড় কোটি টাকা ছাড়িয়েছে। জুলাইয়ের পর এই অঙ্ক আরও বাড়ার আশঙ্কা করছেন নিগমের কর্তারা।

ভস্মীভূত: পাহাড়ে আগুন নিগমের বাসে। —ফাইল চিত্র।

ভস্মীভূত: পাহাড়ে আগুন নিগমের বাসে। —ফাইল চিত্র।

অরিন্দম সাহা
কোচবিহার শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ০৩:৪৮
Share: Save:

পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি বাস। ভাঙচুরও হয়েছে কিছু। আগুন দেওয়া হয়েছে বিভিন্ন ডিপোতে। তার উপর একাধিক রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সব মিলিয়ে পাহাড়ে অশান্তির জেরে ক্ষতির বহর বাড়ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের। প্রাথমিক হিসেব অনুযায়ী, সব মিলিয়ে দেড় মাসে আর্থিক ক্ষতির অঙ্ক দেড় কোটি টাকা ছাড়িয়েছে। জুলাইয়ের পর এই অঙ্ক আরও বাড়ার আশঙ্কা করছেন নিগমের কর্তারা।

নিগমের চেয়ারম্যান মিহির গোস্বামী বলেন, “পাহাড়ে বাস চলাচল করতে পারছে না। যাত্রী পরিষেবা দিতে না পারায় আয় কমছে।” নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুবল চন্দ্র রায় বলেন, “পর্যটকদের আসা যাওয়া বন্ধ। তার প্রভাবও পড়েছে।” নিগম সূত্রেই জানা গিয়েছে, গত মে মাসে টিকিট বিক্রি বাবদ আয় হয়েছিল ১৩ কোটি ২৫ লক্ষ টাকা। জুন মাসে আয়ের অঙ্ক কমে দাঁড়িয়েছে ১২ কোটি ৬৭ লক্ষ টাকায়। জুনের শুরুতে বর্ষার মরসুমে যাত্রীদের আসা যাওয়া কিছুটা কম থাকে। পাশাপাশি জুনের প্রথম দিক থেকে অশান্তি শুরুর পর বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রুটের বাস চলাচল। তাই ওই অঙ্ক এতটা কমেছে বলে মনে করছেন নিগমের আধিকারিকদের একাংশ। এক নিগম কর্তার কথায়, ‘‘জুলাই মাসেও বন‌্ধ, অশান্তি, গোলমালের জন্য পাহাড়ের বিভিন্ন রুটে বাস চালানো যায়নি। কলকাতা থেকে দার্জিলিং ও সিকিমে বেড়াতে যাওয়ায় আগ্রহী পর্যটকদের ভিড়ও নেই। দূরপাল্লার সব বাসে যাত্রী হচ্ছে না। জুলাইয়ে তাই আয়ের অঙ্ক আরও কমতে পারে।’’

নিগম সূত্রেই জানা গিয়েছে, পাহাড়ে অশান্তির আঁচে ৮টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, এর মধ্যে দার্জিলিংয়ে দু’টি বাস পুড়িয়ে দেওয়া হয়। সেবক সহ একাধিক এলাকায় ৬ টি বাস ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় কালিম্পং ডিপোতেও। শিলিগুড়ি-দার্জিলিং, শিলিগুড়ি-মিরিক, কালিম্পং-দার্জিলিং, শিলিগুড়ি-গ্যাংটক সহ পাহাড়ের বিভিন্ন রুটে দৈনিক মোট ২৮টি বাস চলত। সে সব বাসই প্রায় বন্ধ। নিগমের এক আধিকারিক জানিয়েছেন, যে দু’টি বাস পুড়িয়ে দেওয়া হয় তার দাম ৪৬ লক্ষ টাকা। ডিপো পুড়িয়ে দেওয়ায় ক্ষতি হয়েছে অন্তত ৩০ লক্ষ টাকা। ছ’টি বাস ভাঙচুরে ক্ষতির পরিমাণ অন্তত ২৪ লক্ষ টাকা। তার উপর কম আয় ধরলে ওই ক্ষতির অঙ্ক দেড় কোটি টাকা ছাড়াবে। এক নিগম কর্তার কথায়, ‘‘বাস পরিষেবাতো দিতে চাইছিলাম। চালক, কন্ডাক্টরদের হুমকি দেওয়া হলে কী করব বলুন তো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE