Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সাইকেলে নজরদার পুলিশ

অলিগলিতে গাড়ি ঢুকতে পারে না। তাই অনেক সময়েই ঘাটতি হয় নজরদারিতে। এ বার তাই ভরসা সাইকেলে।

সওয়ার: উদ্বোধনের আগে সাইকেলে পুলিশ। নিজস্ব চিত্র

সওয়ার: উদ্বোধনের আগে সাইকেলে পুলিশ। নিজস্ব চিত্র

অভিজিৎ সাহা
মালদহ শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০২:৪১
Share: Save:

অলিগলিতে গাড়ি ঢুকতে পারে না। তাই অনেক সময়েই ঘাটতি হয় নজরদারিতে। এ বার তাই ভরসা সাইকেলে।

মঙ্গলবার মালদহের ইংরেজবাজার শহরের অলিগলিতে নজরদারি চালানোর জন্য পরীক্ষামূলক ভাবে ১০টি সাইকেলের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ। আর এই সাইকেলে নজরদারি টিমের নাম দেওয়া হয়েছে ‘ভিজিল ফর প্যাডেল’। অর্ণববাবু বলেন, ‘‘শহরের অনেক অলিগলি রয়েছে যেখানে আমাদের গাড়ি ঢুকতে পারে না। এখন থেকে রাতে ওই অলিগলিগুলিতে সাইকেল নিয়ে ভিজিল ফর প্যাডেলের প্রতিনিধিরা ঘুরবেন। কোনও অপরাধ ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে থানা কিংবা মোবাইল ভ্যানের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে খবর দেবেন। তারপরে সেই এলাকায় অভিযান চালানো হবে।’’ ইংরেজবাজার শহরে পরিকল্পনাটি সফল হলে আগামী দিনে পুরাতন মালদহেও তা চালু করা হবে বলে জানিয়েছেন অর্ণববাবু।

ইংরেজবাজার শহরের ২৯টি ওয়ার্ড রয়েছে। বিভিন্ন ওয়ার্ডের একাধিক এলাকাই খুব ঘিঞ্জি। এখানে পুলিশের নজরদারি ভ্যানের টহলদারি এক রকম অসম্ভব। যার ফলে ওই এলাকা গুলি অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, সেই ওয়ার্ডে নজরদারি চালানোর জন্য ১০টি সাইকেল চালু করা হয়েছে। একজন কনস্টেবল সহ দশজন সিভিক ভলেন্টিয়ার থাকবে নজরদারি চালানোর জন্য। পাঁচটি বিটে ভাগ করা হয়েছে তাঁদের। রাত ১০টা থেকে ভোর ৪টে পর্যন্ত নজরদারি চালাবে এই ইউনিটটি। এই উদ্যোগ সফল হলে মাসখানেকের মধ্যে শহরের প্রতিটি ওয়ার্ডেই চালু করা হবে। এমনকী, পুরাতন মালদহেও অলিগলিতে নজরদারি চালাতে পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Surveillance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE