Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ছাদনাতলায় বিয়ের মন্ত্র থামল ছাত্রীর

সমস্ত প্রস্তুতি শেষ৷ মন্ত্র উচ্চারণের জন্য তৈরি হচ্ছিলেন পুরোহিত৷ এমন সময় ছাদনাতলায় হাজির হয়ে এক নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ৷ সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকায়৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০২:২৩
Share: Save:

সমস্ত প্রস্তুতি শেষ৷ মন্ত্র উচ্চারণের জন্য তৈরি হচ্ছিলেন পুরোহিত৷ এমন সময় ছাদনাতলায় হাজির হয়ে এক নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ৷ সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকায়৷ দিন কয়েক আগে এই মণ্ডলঘাট এলাকারই ঝাকুয়াপাড়ায় দশম শ্রেণির একদল স্কুল ছাত্রীর তৎপরতায় বন্ধ হয়ে গিয়েছিল পনেরো বছরের এক কিশোরীর বিয়ে৷ এ বার ওই নাবালিকার বিয়ে রুখতে তার পিসিই মুখ্য ভূমিকা নেন বলে জানা গিয়েছে।

স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। অভিযোগ, গত ৮ মার্চ যে তরুণের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল তার বাড়িতে চলে এসেছিল ওই কিশোরী। মণ্ডলঘাটের ভোটের বাড়ি এলাকাতেই দু’জনের বাড়ি৷ সে দিন থেকে ওই বাড়িতেই কিশোরী থাকত বলে জানা গিয়েছে। সেই বাড়িতেই এ দিন বসেছিল বিয়ের আসর। জানা গিয়েছে, প্যান্ডেল তৈরির কাজ করেন ওই তরুণ। মাঝেমধ্যে ভ্যান ও চালান। পুলিশের অনুমান, ওই তরুণের সঙ্গে বছর ১৪র কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার এক পুলিশ কর্তা জানিয়েছেন, এ দিন দুপুরে বিয়ের আয়োজন যখন সম্পূর্ণ তখন কিশোরীর পিসি থানায় এসে ঘটনাটি জানান৷ দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পুলিশ৷ বিয়ে বন্ধ করে কিশোরী ও যুবককে থানায় নিয়ে আসা হয়৷ সঙ্গে নিয়ে আসা হয় তার বাবা-মাকেও৷ পরে থানায় আসেন কিশোরীর বাড়ির লোকেরাও৷ বয়স হওয়ার আগেই কেন ওই কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পাশাপাশি গত ৮ মার্চ ওই কিশোরী বাড়ি ছাড়লেও তার বাড়ির লোকেরা কেন কোনও ব্যবস্থা নিল না সেটাও জানার চেষ্টা করছে পুলিশ৷

তবে কিশোরীর বাবার বক্তব্য, মেয়ে ঘর ছেড়ে ওই তরুণের বাড়িতে চলে যাওয়ায় বদনামের ভয়েই তারা আর কোনও পদক্ষেপ করেননি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি শুভাশিস চাকী বলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করছে৷ ওই কিশোরীকে সিডব্লুউসি-র হাতে তুলে দেওয়া হবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Minor marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE