Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভোটের পরে দ্বন্দ্ব কংগ্রেস-তৃণমূলে

প্রচারে না যাওয়ায় এক কংগ্রেস কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর ছেলে ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। অন্য দিকে, ওই তৃণমূল প্রার্থীকে কটূক্তির প্রতিবাদ করায় তাঁর ছেলেকেই ধাক্কাধাক্কি ও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে পাল্টা অভিযোগ উঠেছে ওই কংগ্রেস কর্মী ও তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। কালিয়াগঞ্জ পুর নির্বাচন শেষ হওয়ার পর শনিবার সন্ধে ৭টা নাগাদ শহরের ২ নম্বর ওয়ার্ডের পুরনো রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় কংগ্রেস ও তৃণমূলের অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রাতে দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০২:০৬
Share: Save:

প্রচারে না যাওয়ায় এক কংগ্রেস কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর ছেলে ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। অন্য দিকে, ওই তৃণমূল প্রার্থীকে কটূক্তির প্রতিবাদ করায় তাঁর ছেলেকেই ধাক্কাধাক্কি ও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে পাল্টা অভিযোগ উঠেছে ওই কংগ্রেস কর্মী ও তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। কালিয়াগঞ্জ পুর নির্বাচন শেষ হওয়ার পর শনিবার সন্ধে ৭টা নাগাদ শহরের ২ নম্বর ওয়ার্ডের পুরনো রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় কংগ্রেস ও তৃণমূলের অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রাতে দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

কংগ্রেস কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শহরে সন্ত্রাস বন্ধের দাবিতে রবিবার সন্ধেয় কালিয়াগঞ্জ পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা ১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অরুণ দে সরকার ও কালিয়াগঞ্জ শহর যুব কংগ্রেস সভাপতি শুভেন্দু সাহার নেতৃত্বে কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক মুখে কালো কাপড় বেঁধে শহরের বিভিন্ন এলাকার প্রতিবাদ মিছিল করেন।

কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারও বিরুদ্ধে কাউকে মারধরের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ কলেজের ছাত্র সংসদের ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ওই কংগ্রেস কর্মীর নাম রিপন চৌধুরী। তাঁর বাড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায়। রিপনবাবুর পাশেই বাড়ি বীরেন্দ্রনাথ দাস নামে ওই তৃণমূল প্রার্থীর। বীরেন্দ্রনাথবাবু এ বছর পাশের ২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন। রিপনবাবুর অভিযোগ, নির্বাচনের কাজ শেষ করে শনিবার সন্ধেয় তিনি ওই এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। সে সময়ে বীরেন্দ্রনাথবাবুর ছেলে-সহ দুজন আচমকা মোটরবাইকে চেপে এসে তাঁকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করার পর লাথি ঘুঁষি মেরে পালিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। রিপনবাবু বলেন, ‘‘বীরেন্দ্রনাথবাবুর হয়ে আমি নির্বাচনে প্রচার না করায় মারধর করা হয়েছে।’’

যদিও রিপনবাবুর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বীরেন্দ্রনাথবাবুর পাল্টা অভিযোগ করে বলেন, ‘‘আমি তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বলে দীর্ঘ দিন ধরে কংগ্রেস কর্মী রিপন ও তাঁর এক বন্ধু আমাকে আমাকে রাস্তায় কটূক্তি ও গালিগালাজ করছিল। আমার ছেলে ওই দিন প্রতিবাদ করায় উল্টে ওকেই ধাক্কাধাক্কি ও খুনের হুমকি দিয়ে থানায় গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে। আমিও লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।’’ কালিয়াগঞ্জ শহর যুব কংগ্রেস সভাপতি শুভেন্দুবাবুর দাবি, পুলিশ অবিলম্বে রিপনবাবুর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শহরে সন্ত্রাস বন্ধ না করলে দলের তরফে শহর জুড়ে টানা আন্দোলন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE