Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ধাক্কা দিয়ে ফেলে ছিনতাই বালুরঘাটে

প্রকাশ্য রাস্তায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ধান ব্যবসায়ীর এক লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে বাইক আরোহী দুই দুষ্কৃতী। সোমবার দুপুরে বালুরঘাট থানার মঙ্গলপুর এলাকায় এনবিএসটিসি বাসস্ট্যান্ডের সামনে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের ধাক্কায় মাটিতে পড়ে কুমারগঞ্জ ব্লকের দিওড় এলাকার ওই ধান ব্যবসায়ী, সমীরণ সরকার হাতে চোট পান। এদিন থানায় অভিযোগ দায়ের করেছেন।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:১১
Share: Save:

প্রকাশ্য রাস্তায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ধান ব্যবসায়ীর এক লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে বাইক আরোহী দুই দুষ্কৃতী। সোমবার দুপুরে বালুরঘাট থানার মঙ্গলপুর এলাকায় এনবিএসটিসি বাসস্ট্যান্ডের সামনে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের ধাক্কায় মাটিতে পড়ে কুমারগঞ্জ ব্লকের দিওড় এলাকার ওই ধান ব্যবসায়ী, সমীরণ সরকার হাতে চোট পান। এদিন থানায় অভিযোগ দায়ের করেছেন। সমীরণবাবু জানান, পুর ভবন এলাকায় একটি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে কাপড়ের ব্যাগে ভরে টোটো ধরে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। স্ট্যান্ডের কিছু আগে টোটো থেকে নেমে হাঁটাপথ ধরতেই পাশ থেকে একটি বাইক এসে দাঁড়ায়। চালকের পিছনে বসা এক যুবক সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে টাকার ব্যাগটি ছিনিয়ে বাইকে চড়ে পালিয়ে যায়। ঘটনার পর শহরে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি করেছেন ব্যবসায়ীরা। জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি সুদীপ বাগচী’র অভিযোগ, ‘‘শহরে দিনদুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনা বাড়লেও দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশি তৎপর নয়। আমরা শঙ্কিত। আন্দোলনে নামা ছাড়া উপায় দেখছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Criminal businessman NBSTC Toto Sudip Bagchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE