Advertisement
২৬ এপ্রিল ২০২৪
দিনহাটায় স্বাস্থ্য শিবির

নেতাকে দেখেই চক্ষুদানের হিড়িক

বিধায়ক চক্ষুদান করলেন। তা দেখে হিড়িক পড়ল কর্মীদের মধ্যেও। শনিবার দিনহাটার স্বাস্থ্যমেলায় দিনের শেষে দেখা গেল চক্ষুদান করা ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে একশো। সকালেই মিটিং করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছিলেন তিনি চক্ষুদান করবেন।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:৩৬
Share: Save:

বিধায়ক চক্ষুদান করলেন। তা দেখে হিড়িক পড়ল কর্মীদের মধ্যেও। শনিবার দিনহাটার স্বাস্থ্যমেলায় দিনের শেষে দেখা গেল চক্ষুদান করা ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে একশো। সকালেই মিটিং করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছিলেন তিনি চক্ষুদান করবেন। তারপরেই চক্ষুদান করতে লাইন পড়ে যায়। সেই লাইনে দেখা গেল তৃণমূলের নেতা-কর্মী, কাউন্সিলর থেকে তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি সাবির সাহা চৌধুরীকেও। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এবং কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়। তাঁরা জানান, এই উদ্যোগের কথা জানলে সকলের মধ্যেই অঙ্গদানে উৎসাহ আরও বাড়বে। স্বাস্থ্যমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালে কমল গুহ ওই মেলা শুরু করেন। পরে মেলার দায়িত্ব নেন উদয়নবাবু। বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশননের উদ্যোগে এবারে দিনহাটার সংহতি ময়দানে ওই মেলা দু’দিন ধরে অনুষ্ঠিত হবে। সেখানে কোচবিহার-সহ, শিলিগুড়ি, দুর্গাপুর এবং চেন্নাই থেকেও চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে। দিনভর সেখানে রোগী দেখা হয়। বিনামূল্যে ওষুধও দেওয়া রোগীদের। রক্ত পরীক্ষা-সহ আরও কিছু সুযোগ-সুবিধে ছিল শিবিরে। রক্তদান শিবিরের আয়োজনও হয়েছে। কমিটির তরফে চিকিৎসক সুবাস সাহা, মলয় চক্রবর্তী, অরুণকুমার শাসমল এবং নির্মল পালিতকে অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। তিনি বাম আমলের মন্ত্রী কমল গুহের প্রশংসা করে বলেন, ‘‘কমলবাবু সত্য কথা স্পষ্ট ভাবে বলার সাহস রাখতেন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।” স্বাস্থ্যমেলার স্মরণিকা প্রকাশ করেন সাংসদ পার্থপ্রতিম রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eye Donate MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE