Advertisement
০৪ মে ২০২৪

সামনে সুন্দরী, আড়ালে সোনা পাচার

সোনালি চুলের এক সুন্দরী তরুণীকে সামনে রেখে শিলং থেকে শিলিগুড়িতে সোনা পাচারের সময় ৪ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। বুধবার শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাসের অদূরে শিলং থেকে শিলিগুড়ি রুটের ভলভো থেকে তাদের ধরা হয়েছে।

জালে: সোনা পাচারের অভিযোগে ধৃত তরুণী। নিজস্ব চিত্র

জালে: সোনা পাচারের অভিযোগে ধৃত তরুণী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০১:৫৮
Share: Save:

সোনালি চুলের এক সুন্দরী তরুণীকে সামনে রেখে শিলং থেকে শিলিগুড়িতে সোনা পাচারের সময় ৪ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। বুধবার শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাসের অদূরে শিলং থেকে শিলিগুড়ি রুটের ভলভো থেকে তাদের ধরা হয়েছে। গোয়েন্দাদের দাবি, ধৃতদের কাছ থেকে ৬৯টি সোনার বিস্কুট মিলেছে। ওজন প্রায় ১২ কেজি। যার দাম প্রায় ৪ কোটি টাকা। বিকাল ৫টা নাগাদ ধৃতদের শিলিগুড়ির এসিজেএম আদালতে তোলা হলে ১৪ জনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গোয়েন্দাদের অনুমান, ধৃতরা শিলিগুড়িতে কারও কাছে সোনা পৌঁছে দেয়। সেখান থেকে তা নানা কৌশলে মুম্বই, দিল্লিতে সেই সোনা পাচার হয়। ওই সোনা মায়ানমার থেকে আনা হয় বলেও সন্দেহ। ধৃতদের নাম এনকে তুলুংপু ওরফে যোশেফ, থাংখানমুং, মালসাথারি এবং লালরংহাকা। ২৫ বছরের তরুণী মালসাথারির হেফাজত থেকে মায়ানমারের নম্বর-সহ একটি মোবাইল ফোনও মিলেছে। সরকারি আইনজীবী রতন বণিক বলেন, ‘‘ওই তরুণীকে সামনে রেখেই ক্যারিয়ারের কাজ করে চক্রটি। শিলিগুড়িতে কে বা কারা যুক্ত তা নিয়ে তদন্ত চলছে।’’

আরও পড়ুন: দশ কাঠা জমি বিক্রি করেও কুলোচ্ছে না চিকিৎসা ব্যয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE