Advertisement
১৬ মে ২০২৪
RRB Group D

আরআরবি গ্রুপ ডি চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশিত; দেখে নিন কী ভাবে সংগ্রহ করবেন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) গ্রুপ ডি-র চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করল বৃহস্পতিবার।

আরআরবি গ্রুপ ডি-র চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড

আরআরবি গ্রুপ ডি-র চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৯
Share: Save:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) গ্রুপ ডি-র চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করল বৃহস্পতিবার। পরীক্ষার্থীরা আরআরবি-র সরকারি ওয়েবসাইট-rrbcdg.gov.in-থেকে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন।আরআরবি গ্রুপ ডি-র পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলি সেন্ট্রাল রেলওয়ে, মুম্বাই;ইস্টার্ন রেলওয়ে,কলকাতা এবং নর্থ ইস্টার্ন রেলওয়ে, গোরক্ষপুর-এর পরীক্ষার্থীদের জন্য আয়োজিত হবে। এই পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ, পরীক্ষাকেন্দ্র,এবং পরীক্ষার সময় উল্লিখিত থাকবে। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিজেদের অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করে নিতে হবে।

কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১. পরীক্ষার্থীদের প্রথমে আর আর বি-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে।

২. এখানে তাঁদের 'আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এর পর এখানে লগ-ইন ডিটেলস দিলে পরীক্ষার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখা যাবে।

৪. পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন।

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের সঙ্গে আরও যা কিছু সঙ্গে রাখতে হবে, সেগুলি হল:

১. আসল আধার প্রমাণপত্র এবং ই-আধার কার্ডের একটি প্রিন্ট আউট

২.ভোটার কার্ড

৩. প্যান কার্ড

৪. ড্রাইভিং লাইসেন্স

৫. পাসপোর্ট

৬. সরকারি চাকরি করলে এমপ্লয়ি আইডি কার্ড

৭. শিক্ষার্থী হলে ইউনিভার্সিটি বা কলেজের আইডি কার্ড

এই বছর আরআরবিতে ভারতীয় রেল বিভিন্ন দফতরের জন্য ১,০৩,৭৬৯ পদে নিয়োগ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE