সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ় নটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং। ছবি: সংগৃহীত
সমুদ্রে ভেসেল বা সমতুল্য যানবাহন চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। কেন্দ্রের ডিরেক্টরেট অফ জেনারেল ট্রেনিং-এর পক্ষ থেকে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের অধীনে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-সহ স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই ‘বিশেষ’ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সাধারণত দশম উত্তীর্ণ পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের সুযোগ থাকে। এমনই একটি প্রশিক্ষণের জন্য শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া।
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ় নটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। ভেসেল নেভিগেটর এবং মেরিন ফিটার— এই দু’টি কোর্সের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত পড়ুয়ারা দশম উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। তবে, তাঁদের অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর থাকা বাধ্যতমূলক। প্রার্থীদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
আসন সংখ্যা:
ভেসেল নেভিগেটর কোর্সের জন্য ২০ এবং মেরিন ফিটার কোর্সের জন্য ২০ জন— সব মিলিয়ে মোট ৪০ জনকে প্রশিক্ষন দেওয়া হবে।
কী ভাবে ভর্তি নেওয়া হবে?
অল ইন্ডিয়া বেসিস কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি)-এর মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
ভর্তির অন্যান্য শর্তাবলি:
ভাতা:
প্রার্থীরা প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা ভাতা হিসেবে পাবেন। কোর্স সম্পূর্ণ হওয়ার পর পোস্ট ইনস্টিটিউশনাল ট্রেনিং চলাকালীন ২০ হাজার ৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এ ক্ষেত্রে শর্তাবলি প্রযোজ্য।
ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে ২৫ জুলাই, ২০২৩ পর্যন্ত। নির্ধারিত দিনের মধ্যে আবেদনপত্র ডাকযোগে প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ৫ অগস্ট। ভর্তির অন্যান্য নথি এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy