Advertisement
০৬ মে ২০২৪
Public Relation

পাবলিক রিলেশন অফিসার হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন

এক জন পিআরও হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন হয়, কী কাজ করতে হয়, সেই সব বিষয় বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে।

পিআরও।

পিআরও। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৮:৩৩
Share: Save:

বর্তমানে যে কোন সংস্থাই নিজস্ব পিআরও বা পাবলিক রিলেশন অফিসার নিয়োগ করে থাকে। তাই চাকরির সুযোগও যেমন রয়েছে, তেমন রয়েছে ভাল বেতনের ব্যবস্থা। তবে, এক জন পিআরও হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন হয়, কী কাজ করতে হয়, সেই সব বিষয় বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে।

পিআরও কী

মূলত কোন সংস্থার সঙ্গে মিডিয়া এবং সাধারণ জনগণের যোগাযোগ স্থাপনের কাজ করেন পিআরও। সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে পড়ার সময় পিআর নিয়েও পড়তে হয় শিক্ষার্থীদের।

যোগ্যতা

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে শিক্ষার্থীকে।
  • দ্বাদশ শ্রেণি পাশের পর সাংবাদিকতা এবং গনজ্ঞাপন, ইংরেজি, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং নিয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে।
  • স্নাতক হওয়ার পর পিআর হিসাবে চাকরি করা যায়, তবে পাবলিক রিলেশন বিষয়ের উপর ডিপ্লোমা বা সাংবাদিকতা বিষয়ের উপর স্নাতকোত্তর করতে পারেন শিক্ষার্থী।
  • মিডিয়া ম্যানেজমেন্ট করার দক্ষতা থাকতে হয়।
  • মিডিয়ার সঙ্গে এবং জনগণের সঙ্গে খুব ভাল যোগাযোগ রাখতে হয়, ভাল কথা বলার দক্ষতা থাকতে হয়।
  • কোনও বিষয়কে খুব ভাল ভাবে উপস্থাপনা করার দক্ষতা থাকতে হয়।
  • কম্পিউটারের ভাল দক্ষতা থাকতে হয়। বিশেষত, এমএস অফিস সংক্রান্ত বিষয়ের উপর।
  • যে কোনও সঙ্কটমূলক পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানোর ক্ষমতা থাকতে হয়।

কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়:

  • যাদবপুর ইউনিভার্সিটি
  • কলকাতা বিশ্ববিদ্যালয়
  • বর্ধমান বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়
  • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
  • সেন্ট জেভিয়ার্স কলেজ
  • জামিয়া মিলিয়া ইসলামিয়া (নিউ দিল্লি)
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (নিউ দিল্লি)

এ ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠানে পড়ানো হয় এই বিষয়গুলি নিয়ে।

  • পাবলিক রিলেশন ম্যানেজার
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজার
  • হেড অফ কমিউনিকেশন
  • সিনিয়র অ্যাকাউন্ট এগ্‌জিকিউটিভ
  • অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে নিযুক্ত হয়ে কাজ করার সুযোগ থাকে। এ ছাড়াও,

পাবলিক রিলেশন এক্সিকিউটিভ: কোনও সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পাবলিক রিলেশন এক্সিকিউটিভ হিসাবে কাজ করার সুযোগ থাকে। এ ক্ষেত্রে ক্লায়েন্টদের সঙ্গে সংস্থার সুসম্পর্ক বজায় রাখা এক জন এগ্‌জিকিউটিভের কাজের মধ্যে পড়ে।

মিডিয়া রিলেশন অফিসার: মিডিয়া রিলেশন অফিসার হিসাবে কোনও সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ থাকে। এ ক্ষেত্রে, সংস্থার হয়ে মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয়, মার্কেটিং ক্যাম্পেনিং-এর ব্যবস্থাও করেন মিডিয়া রিলেশন অফিসার।

কমিউনিকেশন স্পেশালিষ্ট, ইভেন্ট এক্সিকিউটিভ, গেস্ট রিলেশন অফিসার, কাস্টমার সার্ভিস ম্যানেজার, মার্কেটিং রিলেশন এগ্‌জিকিউটিভ হিসাবেও নিযুক্ত হয়ে কাজ করার সুযোগ থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE