Advertisement
২৩ মে ২০২৪
NEET Examination

নিট সুপারস্পেশালিটি ২০২২ এর ফল ঘোষণা, কী ভাবে দেখবেন রেজাল্ট?

বৃহস্পতিবার ২০২২-এর নিট সুপারস্পেশালিটি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ন্যাশনাল বোর্ড অব এগ্‌জামিনেশন (এনবিই) প্রতি বছর ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট (নিট) পরীক্ষাটির আয়োজন করে।

নিট সুপারস্পেশালিটি ২০২২ এর ফল ঘোষণা

নিট সুপারস্পেশালিটি ২০২২ এর ফল ঘোষণা সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৭
Share: Save:

বৃহস্পতিবার ২০২২-এর নিট সুপারস্পেশালিটি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ন্যাশনাল বোর্ড অব এগ্‌জামিনেশন (এনবিই) প্রতি বছর ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট (নিট) পরীক্ষাটির আয়োজন করে। রেজাল্ট ঘোষণার পর পরীক্ষার্থীরা এনবিই-র সরকারি ওয়েবসাইট-nbe.edu.in-এ গিয়ে তাঁদের মার্কশিটও দেখে নিতে পারবেন। এই পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম ৫০% নম্বরের প্রয়োজন ছিল।

এই পরীক্ষায় যাঁরা পাশ করবেন, তাঁরা এরপর মেডিকেল কাউন্সেলিং কমিটির দ্বারা আয়োজিত নিট-এর কাউন্সেলিং প্রক্রিয়াতে অংশ নিতে পারবেন। এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য পরীক্ষার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিসমেত নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

পরীক্ষার্থীরা কী ভাবে রেজাল্ট দেখবেন:

১. প্রথমেই পরীক্ষার্থীদের এনবিই-র অফিসিয়াল ওয়েবসাইট-https://nbe.edu.in/-এ যেতে হবে।

২. এরপর ওয়েবসাইটের হোমপেজে ‘নিট এসএস’-এ ক্লিক করতে হবে।

৩. পরীক্ষার্থীদের এ বার রেজাল্টের জায়গাটিতে নিজেদের সংশ্লিষ্ট কোর্সটি বেছে নিতে হবে।

৪. এখানে তাঁদের নিট এসএস-এর রোল নম্বরটি দিতে হবে।

৫. এরপর পরীক্ষার্থীরা মার্কশিটটি দেখতে পাবেন।

৬. রেজাল্টটি পরীক্ষার্থীরা পিডিএফ ফরম্যাটে নিয়ে ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

নিট এসএস ২০২২-এর পরীক্ষাটি যাঁরা পাশ করবেন, তাঁরা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিয়ে যে সুপার স্পেশালিটি গ্রুপের পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে থেকে সুপারস্পেশালিটি কোর্স বেছে নিতে পারেন। মেধা তালিকার ভিত্তিতে এরপর আসনগুলি পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE