Advertisement
২১ মে ২০২৪
Steel Authority of India

একশোরও বেশি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেল-এর, কারা আবেদন জানাতে পারবেন?

বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে এগজিকিউটিভ ও নন-এগজিকিউটিভের নানা পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

সেল-এ নিয়োগের বিজ্ঞপ্তি।

সেল-এ নিয়োগের বিজ্ঞপ্তি। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৮:৪৪
Share: Save:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(সেল)-র একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে এগজিকিউটিভ ও নন-এগজিকিউটিভের নানা পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহীরা সেল-এর ওয়েবসাইট-https://www.sail.co.in/en/home-এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

এ বার নিয়োগ সংক্রান্ত নানা তথ্য সংক্ষেপে জেনে নেওয়া যাক।

পদ:

১.অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-১)

২. ম্যানেজার (ই-৩)

৩. মেডিক্যাল অফিসার (ই-১)

৪. কনসালটেন্ট (ই-৩)

৫.অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি)

৬.অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি)

৭.অপারেটর কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন)

৮.অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন)

বয়ঃসীমা:

১.অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-১)-সর্বোচ্চ ৩০ বছর

২. ম্যানেজার-সর্বোচ্চ ৩৫ বছর

৩.মেডিক্যাল অফিসার-সর্বোচ্চ ৩৪ বছর

৪. কনসালটেন্ট-সর্বোচ্চ ৪১ বছর

৫.অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি)-সর্বোচ্চ ২৮ বছর

৬.অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি)-সর্বোচ্চ ২৮ বছর

৭.অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন)-সর্বোচ্চ ২৮ বছর

৮.অপারেটর কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন)-সর্বোচ্চ ৩০ বছর

শূন্যপদ:

১.অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-১)-৬টি

২. ম্যানেজার (ই-৩)-৪টি

৩. মেডিক্যাল অফিসার (ই-১)-৫টি

৪. কনসালটেন্ট (ই-৩)-১০টি

৫.অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি)-৭৩টি

৬.অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি)-৪০টি

৭.অপারেটর কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন)-১৩টি

৮.অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন)-৭টি

বেতন কাঠামো:

১.অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-১) এবং মেডিক্যাল অফিসার পদে -৫০,০০০-১,৬০,০০০ টাকা

২.কনসালটেন্ট ও ম্যানেজার পদে-৮০,০০০-২,২০,০০০ টাকা

৩.অপারেটর কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন) পদে-২৬,৬০০ -৩৮,৯২০ টাকা

৪. অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (বয়েলার অপারেশন)-২৫,০৭০ -৩৫০৭০ টাকা

৫.অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি)-প্রথম বছরে ১৬,১০০ টাকা এবং দ্বিতীয় বছরে ১৮,৩০০ টাকা

৬.অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি)- প্রথম বছরে ১২,৯০০ টাকা এবং দ্বিতীয় বছরে ১৫,০০০ টাকা

বাছাই প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ/দক্ষতা পরীক্ষা/ট্রেড টেস্টের মাধ্যমে বিভিন্ন পদের জন্য বাছাই করা হবে।

আবেদন প্রক্রিয়া: এই পদগুলিতে প্রার্থীদের অনলাইনেই আবেদন জানাতে হবে। সেল-এর ওয়েবসাইটে ঢুকে কেরিয়ার বিভাগে গিয়ে চাকরিতে নিয়োগের লিঙ্কটিতে ক্লিক করে প্রার্থীদের আবেদন জানাতে হবে। পদগুলিতে আবেদন জানানোর শেষ দিন ১০ জানুয়ারি।প্রতিটি পদে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতামান ধার্য করা হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখার জন্য প্রার্থীদের সেল-এর ওয়েবসাইটে যেতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE