Advertisement
০৫ মে ২০২৪

আলিপুর সংশোধনাগার থেকে পালাল তিন বন্দি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ১১:৪৬
Share: Save:

আলিপুর সংশোধনাগারের পাঁচিল টপকে পালাল তিন বন্দি। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ। পুলিশ জানায়, বন্দিদের নাম কুতুবুদ্দিন লস্কর, সামিম হাওলাদার ও আজিম মিস্ত্রি। কুতুবুদ্দিন ও সামিমের বাড়ি বাসন্তী থানা এলাকায়।। আজিম মিস্ত্রির বাড়ি বারুইপুরে। আজিম যাবজ্জীবনের আসামি। বাকি দু’জন বিচারাধীন বন্দি। তাদের ডাকাতি, খুন ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে সেলের গরাদ ভেঙে বেরিয়ে যায় ওই তিন বন্দি। গামছা দিয়ে দড়ি তৈরি করে পাঁচিল টপকে পালিয়ে যায় তারা। ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কারা দফতর। এই ঘটনার পিছনে কারও গাফিলতি আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

গত বছর আলিপুর আদালত চত্বর থেকে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পালিয়েছিল এক বিচারাধীন বন্দি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alipore central jail criminals
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE