Advertisement
E-Paper

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মোদী পৌঁছলেন আসানসোলে

সফরের দ্বিতীয় দিনে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর সেখান থেকে তিনি পৌঁছলেন আসানসোলের বার্নপুরে। সেখানে ইস্কোর আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে উপস্থিত হয়ে কেন্দ্র-রাজ্য সহযোগিতার বার্তাও দেন প্রধানমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৫ ১১:০৩
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সফরের দ্বিতীয় দিনে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর সেখান থেকে তিনি পৌঁছলেন আসানসোলের বার্নপুরে। সেখানে ইস্কোর আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে উপস্থিত হয়ে কেন্দ্র-রাজ্য সহযোগিতার বার্তাও দেন প্রধানমন্ত্রী।

রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ রাজভবন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন তিনি। পৌনে ৮টা নাগাদ পৌঁছন দক্ষিণেশ্বরে। সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। এর পর ভবতারিণীর মন্দিরে যান মোদী। গর্ভগৃহে নিজেই আরতি করে পুজো দেন প্রধানমন্ত্রী। ভবতারিণীর বিগ্রহে নিজের কলম ছোঁয়ান তিনি। শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের ঘরেও কিছুক্ষণ সময় কাটান তিনি। ভক্তিভরে ঠাকুরের শয্যা ছুঁয়ে প্রণাম করেন মোদী। দক্ষিণেশ্বরের লাইব্রেরি ঘুরে দেখেন তিনি। প্রদর্শন করেন পঞ্চবটীতলও। দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দিরের উন্নয়নের জন্য সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এর পর ভিজিটার্স বুকে গুজরাতিতে সই করে তিনি লেখেন, “মাকে প্রণাম, স্বামীজীকে প্রণাম।” স্মারক হিসেবে প্রধানমন্ত্রীকে অশোক স্তম্ভের ‘রেপ্লিকা’, স্বামী বিবেকানন্দের মূর্তি এবং ভবতারিণীর ছবি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বরে থেকে বেরিয়ে সকাল সওয়া ৮টা নাগাদ প্রধানমন্ত্রী বেলুড় মঠে যান। সেখানে স্বামী বিবেকানন্দের ঘরে মিনিট কুড়ি ধ্যানমগ্ন হলেন। এর পর হেঁটে তিনি যান গঙ্গাপাড়ের ব্রহ্মানন্দ মন্দির, মা সারদার মন্দির এবং স্বামীজীর মন্দিরে। প্রদক্ষিণ করেন মা সারদার মন্দির। মঠের উপাধ্যক্ষ প্রভানন্দ মহারাজের সঙ্গে কথা বলা ছাড়াও মন্দিরের চাতালে গিয়ে সাধুদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে শান্তিমন্ত্র পাঠ করেন তিনি। তার পর সেখান থেকে বেরিয়ে যান মোদী। প্রায় দু’বছর পর ফের বেলুড় মঠে এলেন তিনি। এর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও মোদী বেলুড় মঠে আসেন। এর পরের গন্তব্য আসানসোল।

পৌনে ১১টা নাগাদ বার্নপুরের পোলো গ্রাউন্ডের অস্থায়ী হোলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান ইস্কোর কারখানায়। এর পর পোলো গ্রাউন্ডের এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

রবিবার মোদীর সকাল যে ভাবে কাটল

• সকাল ৭.৩১

রাজভবন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


সকাল ৭.৫০

দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পৌঁছন মোদী। নিজেই আরতি করে পুজো দেন। শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের ঘরে যান।


সকাল ৮.১৫

বেলুড় মঠে পৌঁছন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের ঘরে মিনিট কুড়ি ধ্যানমগ্ন হন।


সকাল ৯.৩০

বেলুড় মঠ ছেড়ে বেরিয়ে বালি হেলিপ্যাড-এর দিকে রওনা হন।


সকাল ৯.৫০

বার্নপুরের উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেন মোদী। গন্তব্য ইস্কোর কারখানা।


সকাল ১০.৩৬

কপ্টার থেকে আসালসোলের বার্নপুর পোলো গ্রাউণ্ডের অস্থায়ী হেলিপ্যাডে নামেন মোদী। ইস্কোর আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পোলো গ্রাউন্ডে একটি জনসভায় বক্তব্য রাখেন মোদী। একমঞ্চে মোদীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পারস্পরিক সহযোগিতার বার্তা দেন দু’জনেই।

ছবি: পিটিআই।

modi asansole visit Dakshineswar pujo modi in Dakshineswar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy