Advertisement
০২ মে ২০২৪

সারদা-নারদ-সেতু, মমতাকে ত্রিশূলে বিঁধে তীব্র আক্রমণে মোদী

নির্বাচনী প্রচারে দ্বিতীয় দফায় বাংলায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন নরেন্দ্র মোদী। সারদা কাণ্ড, নারদ স্টিং আর উড়ালপুল বিপর্যয়— তিন ইস্যু তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিশূলে বিঁধলেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১৪:৫২
Share: Save:

নির্বাচনী প্রচারে দ্বিতীয় দফায় বাংলায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন নরেন্দ্র মোদী। সারদা কাণ্ড, নারদ স্টিং আর উড়ালপুল বিপর্যয়— তিন ইস্যু তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিশূলে বিঁধলেন প্রধানমন্ত্রী। তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে বললেন, ‘‘মা, মাটি আর মানুষের কথা বলত যারা, তারা এখন মানি (টাকা) আর মৃত্যুর কারবার করছে।’’

আরও পড়ুন: জেলে যাওয়ার সময় এসেছে! তৃণমূলকে ‘বার্তা’ প্রধানমন্ত্রীর

আলিপুরদুয়ারের বীরপাড়ায় এ দিন জনসভা ছিল প্রধানমন্ত্রীর। ভাষণের শুরুতেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণে বিঁধতে শুরু করেন মোদী। নারদ স্টিং অপারেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘টিভি-তে নারদ দেখেছেন তো? এই মা, মাটি আর মানুষের লোকেরা মানি (টাকা) নিচ্ছিলেন মানি। ক্যামেরার সামনে নিচ্ছিলেন, কাজের বদলে। বলছিলেন পয়সা দাও, কাজ হয়ে যাবে। কেউ বলছিলেন, এত কমে হবে না, বড় কাজ, আরও বেশি পয়সা চাই। কেউ বলছিলেন, এখন তো এইটা দিচ্ছা, পরে কত দেবে?’’ নারদ নিউজের স্টিং ভিডিও নিয়ে নরেন্দ্র মোদীর গলায় এই তীব্র কটাক্ষের সুর শোনা যেতেই করতালিতে গর্জে ওঠে বিশাল ভিড়। মোদী আরও বলেন, ‘‘মা-মাটি-মানুষ বলে ক্ষমতায় এসেছিল, এখন শোনা যায় মানি, শোনা যায় মৃত্যু (মওত)।’’

দেখুন মোদীর ঝাঁঝালো আক্রমণের ভিডিও:

উড়ালপুল বিপর্যয়ের প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন মোদী। এই বিপর্যয়কে ‘অ্যাক্ট অফ ফ্রড’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেতুর বরাত দেওয়া হয়েছিল বাম আমলে। পরে ওই উড়ালপুল উদ্বোধন করতে গিয়ে কী বলতেন তিনি?’’ বিপর্যয় না ঘটলে সেতু তৈরির কৃতিত্ব যে মমতা নিজেই নিতেন, তা নিয়েই খোঁচা ছিল মোদীর কথায়। তিনি বলেন, ‘‘উড়ালপুল বিপর্যয়ের পরে ঘটনাস্থলে গিয়েও মমতা রাজনীতি করলেন, মানুষকে না বাঁচিয়ে উনি বামেদের দোষারোপ করতে শুরু করলেন।’’

আরও পড়ুন:

রুপোলি পর্দা থেকে সোজা ভোটারের চৌকাঠে, জোর ছুটছেন লকেট

ভুল করলেও আপনাদের আশীর্বাদ চাই, আকুল মমতা

সারদা কাণ্ডে যাঁরা অভিযুক্ত, তাঁদের কঠোর সাজা চাইলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। মন্তব্য করেন মোদী। তিনি বলেন, ‘‘যারা গরিব মানুষের টাকা লুঠ করে নিয়েছে, সারদার সেই সব লোকজনকে দিদি বাঁচাচ্ছেন। দিদিকেও বাড়ি পাঠিয়ে দিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE