Advertisement
E-Paper

২০টা প্রশ্ন ছিল, একটারও উত্তর দিতে পারেননি মুখ্যমন্ত্রী!

মুখ্যমন্ত্রী ২০টা প্রশ্নের একটারও জবাব দিতে পারেননি। জানালেন সূর্যকান্ত মিশ্র। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে সিপিএম রাজ্য সম্পাদকের মন্তব্য, কন্যাশ্রী আর সাইকেল বিতরণ প্রকল্প থেকে আসল সুবিধা ছাত্রছাত্রীরা পায়নি। পেয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বই।

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ১০:৫৮

মুখ্যমন্ত্রী ২০টা প্রশ্নের একটারও জবাব দিতে পারেননি। জানালেন সূর্যকান্ত মিশ্র। আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে সিপিএম রাজ্য সম্পাদকের মন্তব্য, কন্যাশ্রী আর সাইকেল বিতরণ প্রকল্প থেকে আসল সুবিধা ছাত্রছাত্রীরা পায়নি। পেয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বই।

পাহাড় আর জঙ্গলমহল হাসছে। বার বার বলেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সাইকেল দেওয়া, কন্যাশ্রী প্রকল্প, ২ টাকা কিলো দরে চাল দেওয়া— এমন নানা সাফল্যের কথাও ফলাও করেই তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা একান্ত সাক্ষাৎকারে কিন্তু নস্যাৎ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সেই সব দাবি। জঙ্গলমহল প্রসঙ্গে সূর্যবাবুর প্রশ্ন, ‘‘মোটরবাইকে যাঁর পিছনে বসে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন জঙ্গলমহলে, তিনি কোথায় আছেন?’’

এইটিই অবশ্য একমাত্র প্রশ্ন নয়। ‘‘ডেলোয় মাঝ রাতের বৈঠকে কি আপনি ছিলেন? আপনি যখন রেল মন্ত্রী ছিলেন, তখন আইআরসিটিসি-র কাছ থেকে সারদা গোষ্ঠী যে বরাত পেয়েছিল, সেটা কি ঠিক ভাবে পেয়েছিল? ১ কোটি ৮৬ লক্ষ টাকায় আপনার যে ছবি বিক্রি হয়েছিল, এখন ক’টা ছবি সে রকম বিক্রি হচ্ছে? কাকে বিক্রি করেছিলেন সেই ছবি। কেন তা গোপনে বিক্রি করতে হল? প্রকাশ্যে বিক্রি করতে পারলেন না কেন?’’ মুখ্যমন্ত্রীর উদ্দেশে এমন নানা প্রশ্ন ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। বললেন, ‘‘আমি ওঁকে কত বার জিজ্ঞাসা করেছি! আমার খেয়াল আছে, ২০টা প্রশ্ন করেছিলাম। একটারও জবাব দিতে পারেননি।’’

দেখুন সম্পূর্ণ সাক্ষাত্কার

suryakanta mishra exclusive interview assembly election 2016 MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy