Advertisement
E-Paper

আমাকে নজরবন্দি করবে কে? আস্ফালন বোলপুরে ‘বন্দি’ কেষ্টর

গণ্ডি বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট যতক্ষণ চলবে, নিজের বিধানসভা কেন্দ্র বোলপুর ছেড়ে বেরোতে পারবেন না অনুব্রত। ফলে আজ সকাল থেকে বোলপুরে বসেই বীরভূম ‘কন্ট্রোল’ করছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ১২:০৫
ব্যঙ্গচিত্র: অনুপ রায়।

ব্যঙ্গচিত্র: অনুপ রায়।

গণ্ডি বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট যতক্ষণ চলবে, নিজের বিধানসভা কেন্দ্র বোলপুর ছেড়ে বেরোতে পারবেন না অনুব্রত। ফলে আজ সকাল থেকে বোলপুরে বসেই বীরভূম ‘কন্ট্রোল’ করছেন তিনি।

সকাল থেকে বাড়িতেই ছিলেন। বেলা সাড়ে দশটার পর বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যান। সঙ্গে সঙ্গে চললেন নির্বাচন কমিশন নিযুক্ত নজরদাররাও। ভোট দেওয়ার পর এক পার্টি কর্মীর বাইকে চেপে আচমকা যখন বেরিয়ে গেলেন, ট্র্যাক হারিয়ে ফেলল নজরদার বাহিনী। তবে তা মিনিট দশেকের জন্য। আর একবার বাড়ি ঘুরে অনুব্রত যখন পার্টি অফিসে পৌঁছলেন, তার আগেই অবশ্য সেখানে পৌঁছে গেছেন বিশেষ ডিউটিরত ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনী।

পার্টি অফিসে বসতে না বসতেই সাংবাদিকদের ঝাঁক ঝাঁক প্রশ্ন। গলার স্বরে কালকের মতো সেই চ্যালেঞ্জটা থাকলেও, কোথায় যেন একটা চাপে থাকার ছায়াও দেখা যাচ্ছিল চোখেমুখে। ‘‘আমি নজরবন্দি নই। আমাকে নজরবন্দি করার ক্ষমতা নেই কারও।’’ গর্জাতে গর্জাতেই বললেন বোলপুরে ‘বন্দি’ অনুব্রত। তবে তাঁর দাবি, কোনও ভোটেই তিনি নাকি বোলপুর ছেড়ে অন্য কোথাও বেরোন না। বেলা ১২টা পর্যন্ত তাঁর জেলায় কোথাও কোনও গোলমালের খবর তিনি পাননি, এমন দাবিও করলেন অনুব্রত।

দেখুন ভিডিও

Assembly Election 2016 Anubrata Mandal Roars from from home Stuck in Bolpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy