Advertisement
০৩ জুন ২০২৪
entertainment

তসরের পাঞ্জাবি মটকার ধুতি, সুদীপার তৈরি পোশাকে পুরস্কার মঞ্চে ‘বাবু’ প্রসেনজিৎ!

‘বাবু’ সাজে বুধবার ইনস্টাগ্রাম কাঁপালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৫:৫৪
Share: Save:

তসরের পাঞ্জাবির বুক জুড়ে কালো সুতোর কাজ। মানানসই মটকার কালো ধাক্কাপাড় ধুতি। এই সাজে বুধবার ইনস্টাগ্রাম কাঁপালেন ‘বাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পোশাক সৌজন্যে কে? সুদীপা চট্টোপাধ্যায়! ছবির ক্যাপশনে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ‘রান্নাঘর’-এর কর্ত্রীকে। তাঁকে দেখে আরও এক বার মুগ্ধ অনুরাগীরা। উচ্ছ্বাস, ‘এভারগ্রিন নায়ক!’ আরও খবর, এই সাজেই নাকি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ অনু্ষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। এই খবর আনন্দবাজার ডিজিটালের কাছে ফাঁস করেছেন সুদীপা স্বয়ং। প্রসেনজিৎ কি তাঁর কুকারি শো-এ এসেছিলেন? তখনই তাঁর হাতে উপহার তুলে দিয়েছেন সঞ্চালিকা? সুদীপার দাবি, ‘‘একেবারেই নয়। আমি নিজের হাতে ডিজাইন করে, পোশাকে এঁকে, সেলাই করে কাছের মানুষদের সাজাতে ভালোবাসি। অগ্নিদেব, আমার দাদাদের জন্য আগে বানিয়েছি। এ বার বুম্বাদার পালা। তেমনই কাজ করা পাঞ্জাবি আর মটকা ধুতি পাঠিয়েছিলাম।’’ যুক্তি, বুম্বাদাও তাঁর নিজের দাদা-ই। তাঁর সাজে অভিনেতা-পরিচালক-প্রযোজক সেজে উঠতেই ঝলমলে অনুষ্ঠান মঞ্চ।

তার পরেও আফসোস রয়েই গিয়েছে সুদীপার। কী সেটা? সাজের সঙ্গে মানানসই জুতো পাঠাননি তিনি! সে কথা জানিয়েই প্রতিজ্ঞা, ‘‘পরের বার বলেছি মানানসই জুতোও বানিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE