Advertisement
১০ জুন ২০২৪
debaparna-chakraborty

কার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘ত্রিনয়নী’-র সুধা?

‘বোঝে না সে বোঝে না’-ই নয়, ‘ভানুমতীর খেল’-এ খলনায়িকা অথবা ‘ত্রিনয়নী’তে সুধার চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে। এবার দেবপর্ণার জীবনে আসতে চলেছে আর এক খুশির খবর।

দেবপর্ণা চক্রবর্তী।

দেবপর্ণা চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৬:৫৯
Share: Save:

টেলি দুনিয়ায় পরিচিত মুখ দেবপর্ণা চক্রবর্তী। ‘বোঝেনা সে বোঝে না’ ধারাবাহিকে তাঁর চরিত্রটি দর্শকমহলে বেশ তারিফ কুড়িয়েছিল। শুধু ‘বোঝে না সে বোঝে না’-ই নয়, ‘ভানুমতীর খেল’-এ খলনায়িকা অথবা ‘ত্রিনয়নী’তে সুধার চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে। এবার দেবপর্ণার জীবনে আসতে চলেছে আর এক খুশির খবর। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। পাত্র শুভ্রজ্যোতি পালচৌধুরী।

বেশ কিছু দিন ধরেই দেবপর্ণা আর শুভ্রজিতের প্রেমের কথা টলি টাউনের আনাচে কানাচে শোনা যাচ্ছিল। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেবপর্ণার সঙ্গে প্রেমের কথা মেনে নিয়ে দু’জনের ছবি দিয়ে একটি পোস্ট করেন শুভ্রজ্যোতি। ক্যাপশনে লেখেন, ‘রাজার যেমন রানিকে প্রয়োজন তেমনই আমারও তোমাকে। সিঙ্গলদের দুনিয়া থেকে বিদায়। হবু বউয়ের সঙ্গে ছবি।’ অঢেল শুভেচ্ছাবার্তায় রাতারাতি ভরে যায় শুভ্রজ্যোতির পোস্ট।

দেখে নিন শুভ্রজ্যোতির পোস্ট

শুভ্রজ্যোতি পেশায় জিম ইনস্ট্রাকটর। রাইভ্যাল ফিটনেস স্টুডিয়ো নামে তাঁর একটি জিম রয়েছে। টলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীর আড্ডা সেখানে। সূত্রের খবর, সেখান থেকেই দু’ জনের আলাপ। আগামী বছর জানুয়ারির ৩০-এই এক হতে চলেছে চারহাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

debaparna-chakraborty Tollywood Celeb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE