Advertisement
১৭ জুন ২০২৪
Koel Mallick

অষ্টমীতে ছেলে কোলে প্রকাশ্যে কোয়েল-নিসপাল, নাম রাখলেন কবীর

দেখতে দেখতে লাইকের সংখ্যা ১৯৪ হাজার! ১.৩ হাজার বার শেয়ার হয়েছে কবীরের ছবি।

ছেলে কবীরকে নিয়ে কোয়েল মল্লিক ও নিসপাল সিংহ। নিজস্ব চিত্র।

ছেলে কবীরকে নিয়ে কোয়েল মল্লিক ও নিসপাল সিংহ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ২৩:২০
Share: Save:

বাঙালির কাছে অষ্টমীর মাহাত্ম্যই আলাদা। সবার বিশ্বাস, এই দিন দেবী দুর্গা উপুড়হস্ত সবার প্রতি। তাই কি ছেলের নামকরণের জন্য এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন কোয়েল মল্লিক-নিসপাল সিং রানে?

ছেলের নাম রাখলেন কবীর।

স্বামী, সন্তান নিয়ে সোশ্যাল পেজে প্রকাশ্যে এসেছেন রঞ্জিত মল্লিকের একমাত্র আদরের মেয়ে। শেয়ার করেছেন সন্তানের নতুন নাম। কোয়েলের পরনে সাদা জমিনের তসরে নানা রঙের ফেব্রিক শাড়ি, লাল ব্লাউজ। আটপৌরে স্টাইলে পরা। লাল পাঞ্জাবিতে নিসপাল রংমিলন্তি। ছোট্ট কবীর উজ্জ্বল হাল্কা হলুদ পাঞ্জাবিতে।

দেখতে দেখতে লাইকের সংখ্যা ১৯৪ হাজার! ১.৩ হাজার বার শেয়ার হয়েছে কবীরের ছবি। রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান স্টার কিড হওয়ার দৌলতে সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ। সেই দৌড়ে এই প্রথম কবীর। যদিও ভার্চুয়াল দুনিয়ায় পা রেখে মল্লিক-রানে পরিবারের উত্তরসূরী বুঝিয়ে দিয়েছে, নজর কাড়তে সেও জানে।

জন্মানোর পরে একবার সোশ্যাল মিডিয়া ঝলক দেখেছিল সদ্যোজাতের। কোয়েল-নিসপালের ছেলে তার পরেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে উধাও। প্রয়োজনে অভিনেত্রী এবং তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে সংবাদমাধ্যম বা সোশ্যাল পেজে এসেছেন। কখনওই কবীরকে সামনে আনেননি। ফলে, কোয়েলের ছেলেকে নিয়ে কৌতূহল জমাট বেঁধেইছিল অনুরাগীদের মনে।

সেই জমাট বাঁধা কৌতূহলেরই বিস্ফোরণ আজ সন্ধে বেলা, সোশ্যাল পেজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Koel Mallick Son
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE