Advertisement
২১ মে ২০২৪
Adidev Chatterjee

দেখতে দেখতে ৪-এ পা, দাদার কোলে বসে হাতেখড়ি ছোট্ট আদিদেবের

টলোমলো পায়ের শিশুবেলা কাটিয়ে সরস্বতী পুজোর সকালে পড়াশোনার দুনিয়ায় অবশেষে পা রাখল অগ্নিদেব-সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব।

অগ্নিদেব-সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেবের হাতেখড়ি

অগ্নিদেব-সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেবের হাতেখড়ি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৭
Share: Save:

দুষ্টুমি, বায়না, আদরে-আবদারে কাটানো দিনগুলো কি ফুরলো? টলোমলো পায়ের শিশুবেলা কাটিয়ে সরস্বতী পুজোর সকালে পড়াশোনার দুনিয়ায় অবশেষে পা রাখল অগ্নিদেব-সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব। চট্টোপাধ্যায় পরিবারে পুজো-পার্বণের কমতি নেই। সরস্বতী পুজোও হয় সাড়ম্বরে। বাড়ির পুজোতেই দাদা আকাশের কোলে বসে হাতেখড়ি হল ছোট ভাইয়ের।

এ বছরের উৎসবে তাই কি বাড়তি আনন্দ-উত্তেজনা সুদীপার মনে? সেই অনুভূতিরই যেন ছাপ পড়েছে তাঁর সামাজিক পাতায়। ছেলের হাতেখড়ির নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে জানিয়েছেন, ডিজাইনার, বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পলের কলম দিয়ে এঁকে দেওয়া বাহারি ধুতি-পাঞ্জাবিতে সেজেছিল আদি। বেনিয়ান স্টাইলের পাঞ্জাবি আর ধুতিতে ফুল, লতা-পাতা সহ নানা রঙের হরেক মোটিফ। সুদীপা নিজেও সেজেছিলেন সনাতনী লালপাড় সাদা শাড়িতে।

ছবি বলছে, দাদার কোলে বসে ছোট্ট আদি কালো স্লেটের বুকে সাদা খড়িতে প্রথমে সংস্কৃতে ওঁ লেখার পর বাংলা, ইংরেজিও লেখে। সাদা ধুতি-পাঞ্জাবি পরে তখন পাশে বসে অগ্নিদেব, বড় ননদাই সহ পরিবারের অন্যান্যরাও।

হাতেখড়ির আগে মায়ের কথা মতো ভক্তিভরে দেবী প্রতিমাকে প্রণামও সারে আদিদেব। ছোট্ট আদির হাতেখড়ির ছবি ইতিমধ্যেই সোশ্যালে ভাইরাল। ভালবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ জানানোর পাশাপাশি নেটাগরিকদের সরস মন্তব্য, ‘ও ভাবছে, আবার এ সব কেন দাদা?’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE