Advertisement
০১ জুন ২০২৪

সলমনের জন্য আদনানের সমস্যা

সলমন খানের আগামী ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলার ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর সঙ্গে সঙ্গে উঠেছে ‘লাইক’-এর ঝড়। এর মধ্যেই সে ছবির গান ‘সেলফি লে লে রে’ আর ‘তু চাহিয়ে’ হিট। আর হিটের অপেক্ষায় এই ছবির আর একটি গান ‘ভরদো ঝোলি’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০০:০২
Share: Save:

সলমন খানের আগামী ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলার ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর সঙ্গে সঙ্গে উঠেছে ‘লাইক’-এর ঝড়। এর মধ্যেই সে ছবির গান ‘সেলফি লে লে রে’ আর ‘তু চাহিয়ে’ হিট। আর হিটের অপেক্ষায় এই ছবির আর একটি গান ‘ভরদো ঝোলি’। এটি একটি কাওয়ালি। এই গানটির জন্য পরিচালক কবীর খান এবং নায়ক সলমন একযোগে বাছাই করেছিলেন পাকিস্তানি গায়ক আদনান সামিকে। ৪১ বছরের সিঙ্গার-কম্পোজার আদনানের কাওয়ালি গায়ক হিসেবে পরিচিতি না থাকলেও তাঁরা তাঁকেই চেয়েছিলেন এই গানে। আর তাতেই সমস্যায় পড়েন আদনান!

আদনান জানিয়েছেন, তাঁর কাছে ‘ভরদো ঝোলি’ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সারা জীবনে বিস্তর কাওয়ালি শুনলেও কাউকে নকল করে গান গাওয়া তাঁর ধাতে নেই। সুতরাং শূন্য থেকেই শুরু করতে হয়েছে তাঁকে।

তবে, কাওয়ালি গাইতে গিয়ে সমস্যায় পড়লেও ‘ভরদো ঝোলি’ তাঁর কাছে অনবদ্য অভিজ্ঞতা হয়ে রইল। এর জন্য কবীর আর সলমনকে ধন্যবাদ জানিয়েছেন ‘থোড়ি সি লিফট করা দে’-র গায়ক। করিনা কপূর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং সলমন-অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’-এর ঝুলিও কি দর্শকরা ভরিয়ে দেবেন ভালবাসায়? সেটা বোঝা যাবে ছবি মুক্তি পেলে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE