Advertisement
১৯ মে ২০২৪

তীব্র চোখের দাবি

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’…কবিতায় বনলতা সেনকে এ ভাবেই ব্যখ্যা করেছেন জীবনানন্দ। কিন্তু কোনও পুরুষের চোখের প্রশংসা করছেন অপর এক পুরুষ! এমনকী চোখের সৌন্দর্যের জন্যই কাজও পাচ্ছেন তিনি! এ হেন ঘটনাই ঘটেছে বাণিজ্য নগরীর সিনে পাড়ায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’…কবিতায় বনলতা সেনকে এ ভাবেই ব্যখ্যা করেছেন জীবনানন্দ। কিন্তু কোনও পুরুষের চোখের প্রশংসা করছেন অপর এক পুরুষ! এমনকী, চোখের সৌন্দর্যের জন্যই কাজও পাচ্ছেন তিনি! এ হেন ঘটনাই ঘটেছে বাণিজ্য নগরীর সিনে পাড়ায়। তীব্র চাহনির কারণেই অজয় দেবগণকে নিজের পরবর্তী ছবিতে বেছে নিয়েছেন পরিচালক নিশিকান্ত কামাত। তাঁর পরবর্তী ছবি ‘দৃশ্যম’ একটি থ্রিলার। গোয়ার পটভূমিকায় এই ‘মার্ডার-মিস্ট্রি’ ছবির জন্য এমন একজন অভিনেতাকে প্রয়োজন ছিল যিনি একাধারে মধ্য-চল্লিশ এবং যাঁর চাহনির মধ্যে রয়েছে দিশেহারা করে দেওয়া তীব্রতা। সব দিক থেকে অজয়কেই তাঁর উপযুক্ত বলে মনে হয়েছে।

কার্যত ‘দৃশ্যম’একটি মালয়ালাম ছবির হিন্দি রিমেক। মূল ছবির চিত্রনাট্য তাঁকে এতটাই আকর্ষণ করেছিল যে, একে আঞ্চলিক চৌহদ্দি থেকে বের করে আনাটা কর্তব্য বলে মনে করেছিলেন কামাত। এই ছবিতে অজয় এমন এক চরিত্রে অভিনয় করছেন, যে এক উচ্চপদস্থ মহিলা পুলিশ অফিসারের ছেলের অপহরণের মামলায় জড়িয়ে পড়ে। এই মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় পর্দায় দেখা যাবে টাবুকে। মূল ছবির কাহিনি-কাঠামোকে বদলানোর তেমন কোনও তাগিদ তিনি অনুভব করেননি বলেই জানিয়েছেন পরিচালক। ৩১ জুলাই ছবিটি মুক্তি পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ajay Devgn Nishikant Kamat Drishyam Tabu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE