Advertisement
১৮ জুন ২০২৪
Alia Bhatt

জলকেলি কিংবা রৌদ্রস্নান, গার্ল গ্যাংয়ের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন আলিয়া ভট্ট

সমুদ্রের সামনে বালিতে বসে রয়েছেন তিনি। বিকিনি-তে মোহময়ী আলিয়ার সেই দু'টি ছবির ক্যাপশনও তেমনি নজরকাড়া।

গার্ল গ্যাংয়ের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন আলিয়া ভট্ট

গার্ল গ্যাংয়ের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন আলিয়া ভট্ট

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৬
Share: Save:

কখনও ডিনার ডেট, কখনও বা সমু্দ্রসৈকতে জলকেলি, কখনও আবার বিকিনি পরে রোদে ভেজা— প্রেমিক রণবীর কপূরের প্রয়োজন পড়ছে না আলিয়ার। আগামী কয়েক দিনের জন্য তাঁর ক্যালেন্ডার আগলে রেখেছেন দিদি শাহিন ভট্ট এবং বান্ধবী আকাঙ্ক্ষারঞ্জন কপূর ও অনুষ্কারঞ্জন কপূর।
আলিয়া ও তাঁর গার্ল গ্যাং ছুটি কাটাতে গিয়েছেন মলদ্বীপে। মলদ্বীপের ঝলমলে আবহের সামনে তাঁদের ছবি চারদিকে। ইতিমধ্যেই ভরপুর তাঁদের ৪ জনের সমাজমাধ্যম।
আলিয়ার একটি পোস্ট নেটদুনিয়ার মন জয় করে নিয়েছে। যেখানে তিনি পোস্ট করেছেন নিজের দু'টি ছবি। সমুদ্রের সামনে বালিতে বসে রয়েছেন তিনি। বিকিনি-তে মোহময়ী আলিয়ার সেই দু'টি ছবির ক্যাপশনও তেমনি নজরকাড়া। ‘নীল সমুদ্র ও এক মৎস্যকন্যা’।

ইনস্টাগ্রাম স্টোরিতেও প্রকাশ পেয়েছে তাঁদের বিভিন্ন মুহূর্ত। কোথাও ‘মাসাজ সেশন’-এর ছবি, কোথাও আবার রোদে ভেজার ছবি, কোথাও রয়েছে সুইমিং পুলে জলকেলি করার ছবি।
শাহিন ভট্টের সমাজমাধ্যমে ঘুরে এলে দেখতে পাওয়া যাবে তাঁর সাদা পোশাক পরা ছবিটিও ইতিমধ্যে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alia Bhatt Maldives Shaheen Bhatt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE