Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Alchemy 2017

নতুনের সন্ধান দেবে ‘অ্যালকেমি ২০১৭’

বছর সাতেক আগে‌র কথা। তখনই শুরু তাঁর প্রফেশনাল জার্নি। লেন্সে চোখ রেখে নতুনের সন্ধান। তবে তখন মূলত ওয়েডিং ফটোগ্রাফিতে অভ্যস্ত ছিলেন সুতীর্থ বসু। বছর দুয়েক আগে থেকে ফ্যাশন ফটোগ্রাফিতেও হাত পাকিয়েছেন। করছেন প্রদর্শনীও। নাম ‘অ্যালকেমি ২০১৭।’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ১৪:১৪
Share: Save:

বছর সাতেক আগে‌র কথা। তখনই শুরু তাঁর প্রফেশনাল জার্নি। লেন্সে চোখ রেখে নতুনের সন্ধান। তবে তখন মূলত ওয়েডিং ফটোগ্রাফিতে অভ্যস্ত ছিলেন সুতীর্থ বসু। বছর দুয়েক আগে থেকে ফ্যাশন ফটোগ্রাফিতেও হাত পাকিয়েছেন। করছেন প্রদর্শনীও। নাম ‘অ্যালকেমি ২০১৭।’ যা এ বার দ্বিতীয় বছরে পা রাখল। গত শনিবার থেকে গ্যালারি গোল্ডে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন, তিন ব্র্যান্ডের মিলনমেলার ঠিকানা ‘উত্সব’

শাটার টিপে ছবি তোলাটা সুতীর্থর কাছে অনেকটা রোজের বাজার করার মতো। তার পর রান্না করে খাওয়া পর্যন্ত একটা বড় পর্ব বাকি থাকে। তাই শুধু শাটার টেপা মানেই ছবি তোলা নয়। তাঁর কথায়, ‘‘ছবিটা তোলার পরেও গোটা প্রসেসটা কমপ্লিট করতে অনেকটা কাজ বাকি থেকে যায়।’’

তা এই প্রদর্শনীর নাম ‘অ্যালকেমি’ রাখলেন কেন? সুতীর্থর ঝটিতি জবাব, ‘‘মেটাল থেকে গোল্ডে পরিণত হওয়াকে অ্যালকেমি বলে। আমার ছবি তোলা থেকে ফিনিশিং পর্যন্ত পদ্ধতিটাও অনেকটা তেমনই।’’ প্রদর্শনীতে দর্শকেরা পাবেন ওয়েডিং ও ফ্যাশন ফটোগ্রাফির কিছু অনবদ্য সম্ভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Exhibition Alchemy 2017 Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE