Advertisement
১১ জুন ২০২৪
Anil Kapoor

Anil Kapoor-Kangana Ranaut: কঙ্গনার জন্য কি ঘর ভাঙছে অনিল কপূরের? জোর চর্চা বলিউডে

সত্যিই কি আলাদা হয়ে গিয়েছেন অনীল-সুনীতা? মায়ানগরীতে কান পাততেই বেরিয়ে এল সেই কাহিনি।

কঙ্গনা রানাউত (বাঁ দিকে); অনিল-সুনীতা (ডান দিকে)

কঙ্গনা রানাউত (বাঁ দিকে); অনিল-সুনীতা (ডান দিকে)

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৪:২৮
Share: Save:

সামান্থা প্রভু-নাগা চৈতন্যর বিচ্ছেদ। প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ে ভাঙা নিয়ে তুমুল জল্পনা। সেই তালিকাতেই কি এ বার নাম লেখাচ্ছেন অনিল কপূর এবং সুনীতা কপূর? আপাতত তেমন আশঙ্কাতেই তোলপাড় বলিউড। দেদার কানাঘুষো বলছে, দীর্ঘ দিনের সংসার ভাঙতে চলেছেন ‘মিস্টার ইন্ডিয়া’। এবং সবটাই নাকি কঙ্গনা রানাউতের কারণে।

কিন্তু সত্যিই কি আলাদা হয়ে গিয়েছেন অনীল-সুনীতা? কেন এমন রটছে বলিউডে?

মায়ানগরীতে কান পাততেই বেরিয়ে এল অন্য এক কাহিনি। শোনা গিয়েছে, বেশ কয়েক বছর আগে একটি টেলিভিশন শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অনিল, কঙ্গনা দু’জনেই। সেখানেই সঞ্চালক কর্ণ জোহর অনিলকে প্রশ্ন করেন— ‘কোন নারীর জন্য অনিল নিজের স্ত্রীকে ছাড়তে রাজি?’ অনিল পাশে বসা কঙ্গনার নাম বলেন। তা নিয়ে কঙ্গনার সঙ্গে মশকরা শুরু করেন কর্ণও। তাতেই নাকি লজ্জায় একেবারে রাঙা হয়ে যান বলিউডের ‘কুইন’। ব্যস! সেখান থেকেই যাবতীয় গুজবের শুরু।

কিন্তু গল্পের গরু দশ বছর পরে গাছে উঠল কেন? যা রটে, তার একটুও কি বটে?

উত্তর মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anil Kapoor kangana ranaut Sunita Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE