Advertisement
০৭ মে ২০২৪
Entertainment News

রাতের শহরে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

গাড়ি থেকে কাঞ্চনা নামতেই শুরু হয় হেনস্থা। কাঞ্চনার দাবি, রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন অভিনেত্রী। জানতে চান, তাঁরা কী চান। অভিনেত্রীর অনুরোধে আরও বেপরোয়া হয়ে ওঠে অভিযুক্তরা।

অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ছবি: ফেসবুকের সৌজন্যে।

অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ছবি: ফেসবুকের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০৮
Share: Save:

বেহালার সিরিটি শ্মশানের কাছে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রের গাড়ি আটকে মদ্যপ যুবকরা তাণ্ডব চালাল। বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ কাঞ্চনাকে শারীরিক ভাবে হেনস্থা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়েরের পর এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শঙ্কর দলুই ও সুরজিত পান্ডা। ধৃতেরা রাজা রামমোহন রায় রোডের বাসিন্দা। তৃতীয় অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক।

আরও পড়ুন, পর্নোগ্রাফির অভিযোগে ঢাকার কুসুমের নামে মামলা

আরও পড়ুন, কার্টুন দেখে রেগে গেলেন ঋষি কপূর

ঠিক কী ঘটেছিল?

পুলিশের কাছে কাঞ্চনা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ শুটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই আচমকা তাঁর গাড়ির উপর একটা ইট এসে পড়ে। চালক গৌর পাল গাড়ি থামিয়ে দরজা খুলে বাইরে বেরন। অভিযোগ, সেই সময় দুই মত্ত যুবক তাঁকে ঘেরাও করে। গাড়ি থেকে কাঞ্চনা নামতেই শুরু হয় হেনস্থা। কাঞ্চনার দাবি, রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন অভিনেত্রী। জানতে চান, তাঁরা কী চান। অভিনেত্রীর অনুরোধে আরও বেপরোয়া হয়ে ওঠে অভিযুক্তরা। গাড়ি থেকে চাবি খুলে নিয়ে পালায় দুই মদ্যপ। গাড়িচালক ও কাঞ্চনাকে একে অপরের গালে চড় মারার বিনিময়ে চাবি ফেরত দেবে বলে জানায় অভিযুক্তরা। সঙ্গে চলতে থাকে গালিগালাজ। অভিনেত্রীর গায়েও হাত দেন বলে অভিযোগ।

এই কথোপকথনের মাঝে, ওই রাস্তা দিয়ে একটি পুলিশের পেট্রোলিং ভ্যান দেখে দৌড়ে যান অভিনেত্রী। এর পরেই দুই অভিযুক্তকে আটক করে পুলিশ।

পুজোর শহরে রাত সাড়ে বারোটায় এ ভাবে এক জন অভিনে‌ত্রীর শ্লীলতাহানি ও হেনস্থার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE