Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাগরপাড়ে ভারতীয় গুরুকুল

আন্তর্জাতিক স্তরে ভারতীয় সঙ্গীতের প্রসিদ্ধি নিয়ে নতুন করে কী বা বলার আছে! জর্জ হ্যারিসনের মতো বিখ্যাত রক গায়কও ভারতীয় ধ্রুপদী সুরে মজে তৈরি করেছিলেন ‘রাগ রক’ নামে এক নতুন ঘরানা। তাঁকে হাতে ধরে সেতারের তালিম দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। দু’জনেই সেলেব্রিটি, কাজেই পরস্পরের সঙ্গে যোগাযোগে তাঁদের কোনও অসুবিধা ছিল না। কিন্তু অন্যান্য দেশের সাধারণ মানুষ? তাঁরা যদি ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিখতে চান, তবে তালিম পাবেন কোথায়?

বিক্রম ঘোষ

বিক্রম ঘোষ

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০০:০২
Share: Save:

আন্তর্জাতিক স্তরে ভারতীয় সঙ্গীতের প্রসিদ্ধি নিয়ে নতুন করে কী বা বলার আছে! জর্জ হ্যারিসনের মতো বিখ্যাত রক গায়কও ভারতীয় ধ্রুপদী সুরে মজে তৈরি করেছিলেন ‘রাগ রক’ নামে এক নতুন ঘরানা। তাঁকে হাতে ধরে সেতারের তালিম দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। দু’জনেই সেলেব্রিটি, কাজেই পরস্পরের সঙ্গে যোগাযোগে তাঁদের কোনও অসুবিধা ছিল না। কিন্তু অন্যান্য দেশের সাধারণ মানুষ? তাঁরা যদি ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিখতে চান, তবে তালিম পাবেন কোথায়?

সেই সঙ্গীত শিক্ষা এ বার মিলবে সাগরপাড়ের ‘গুরুকুল’-এ! আন্তর্জাতিক স্তরে ভারতীয় সঙ্গীতের বেড়ে ওঠা জনপ্রিয়তার কারণেই এমন ভাবনা তবলাবাদক ও পারকাশনিস্ট বিক্রম ঘোষের। গত বছরেই শহর কলকাতায় ‘বিক্রম ঘোষ অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’-এর তিনটি সেন্টার শুরু করেন তিনি। আপাতত চারশোর বেশি ছাত্রছাত্রী নাচ-গানের প্রশিক্ষণ নিচ্ছে এই অ্যাকাডেমিগুলিতে। এমনই অ্যাকাডেমি বা গুরুকুল এ বার লন্ডন ও সিঙ্গাপুরেও গড়ে তুলতে চান বিক্রম।

বিশিষ্ট তবলাবাদক ও পিতা পণ্ডিত শংকর ঘোষের কাছেই ছোট থেকে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। পরবর্তীকালে অনেক গুণীজনের সঙ্গে কাজ করার সুযোগ হয় তাঁর। ‘দ্য বিটলস’ খ্যাত জর্জ হ্যারিসনের সঙ্গেও কর্মসূত্রে নাম যোগ হয়েছে বিক্রমের। আন্তর্জাতিক স্তরে সঙ্গীতচর্চা করতে গিয়েই তিনি উপলব্ধি করেন বিদেশিদের ভারতীয় সঙ্গীতপ্রীতি। এবং সেই কারণেই এই সিদ্ধান্ত। প্রথাগত গুরু-শিষ্যর বেড়া ভেঙে আধুনিক পরিবেশে কন্ঠসঙ্গীতে তালিম, রবীন্দ্রসঙ্গীত, সরোদ-সেতার-তবলা বাদ্যযন্ত্রশিক্ষা এবং ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য— সব কিছুই শেখানো হবে বিক্রম ঘোষের গুরুকুলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE