Advertisement
০১ জুন ২০২৪

বিকিনিতে বর্ষবরণ বিপাশার

পার্টি, ডিজাইনার আউটফিট ছেড়ে বিকিনিতেই বর্ষবরণ করলেন বিপাশা। বয়ফ্রেন্ড করণ সিং গ্রোভারের সঙ্গে একান্তে মলদ্বীপে নতুন বছর উদযাপন করছেন বিপাশা। সুইমিং পুল, বিকিনি আর সেলফি নিয়েই কাটল তাঁর ২০১৬-র প্রথম দিন। সেই ছবি পোস্ট করেছেন ইন্সাটাগ্রামে। পোস্ট করতেই ভাইরাল ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ১৯:২৮
Share: Save:

নিউ ইয়ার্স ইভ ব্যক্তিগত ভাবে কাটাতেই পছন্দ করেন বলি তারকারা। তার মধ্যেও খুঁজে নেন অভিনবত্ব। তবে বিপাশা বসু এ বার একটু ছিমছাম ভাবেই কাটালেন বছরের শুরুটা।

পার্টি, ডিজাইনার আউটফিট ছেড়ে বিকিনিতেই বর্ষবরণ করলেন বিপাশা। বয়ফ্রেন্ড করণ সিং গ্রোভারের সঙ্গে একান্তে মলদ্বীপে নতুন বছর উদযাপন করছেন বিপাশা। সুইমিং পুল, বিকিনি আর সেলফি নিয়েই কাটল তাঁর ২০১৬-র প্রথম দিন। সেই ছবি পোস্ট করেছেন ইন্সাটাগ্রামে। পোস্ট করতেই ভাইরাল ছবি।

গত বছর একটিই মাত্র ছবি মুক্তি পেয়েছে বিপাশার। অ্যালোন। বিপরীতে নবাগত করণ সিং গ্রোভার। কিন্তু তা সত্ত্বেও এটা তাঁর জীবনের অন্যতম সেরা বছর বলে টুইট করেছেন বিপস। কেন? কারণ করণের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন জীবনসঙ্গিকে। এই বছর বিয়েও করতে চলেছেন তাঁরা।

পারফেক্ট বিকিনি বডি কাদের?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE