Advertisement
১৩ জুন ২০২৪

নেতাজির বায়োপিক তৈরি করছেন বিশ্বজিৎ

দীর্ঘ দিন পর বড়পর্দায় পরিচালনায় ফিরছেন প্রবীণ অভিনেতা তথা পরিচালক বিশ্বজিৎ। এ বার নেতাজি সুভাষচন্দ্র বসুর বায়োপিক তৈরি করছেন তিনি। আর সে ছবির টাইটেল ট্র্যাকে শোনা যাবে লতা মঙ্গেশকরের গান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০০:০০
Share: Save:

দীর্ঘ দিন পর বড়পর্দায় পরিচালনায় ফিরছেন প্রবীণ অভিনেতা তথা পরিচালক বিশ্বজিৎ। এ বার নেতাজি সুভাষচন্দ্র বসুর বায়োপিক তৈরি করছেন তিনি। আর সে ছবির টাইটেল ট্র্যাকে শোনা যাবে লতা মঙ্গেশকরের গান। বিশ্বজিৎ জানিয়েছেন, এ নিয়ে লতাজির সঙ্গে তাঁর এক দফা আলোচনাও হয়েছে। তবে রেকর্ডিং যে লতা মঙ্গেশকরের বাড়িতেই করতে হবে, সে কথা তাঁকে জানিয়ে দিয়েছেন লতার বোন ঊষা মঙ্গেশকর। বিশ্বজিতের বক্তব্য, ‘ভারত মাতা’ বলে যে টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছে, সেটিতে শ্লোকের সঙ্গে গান মেশানো হয়েছে। লতা মঙ্গেশকর ছাড়া অন্য কেউ এই গান গাইবেন, আপাতত তেমনটা ভাবতেই পারছেন না বিশ্বজিৎ। তাঁর দাবি, পুরো বিষয়টি শুনে লতাজি অত্যন্ত উৎসাহী। কিন্তু এখনও চূড়ান্ত কথা দেননি।

ছবির জন্য সুখবিন্দর সিং-কে দিয়ে ইতিমধ্যেই একটি গান গাওয়ানো হয়েছে। ছবিতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি-র ‘কদম কদম বড়ায়ে যা’-র মতো গানগুলিও থাকবে। ছবির চিত্রনাট্য নিয়ে এখনও সন্তুষ্ট নন বিশ্বজিৎ। তবে পুরোদমে অডিশন নিতে শুরু করে তিনি। মুম্বই, কলকাতায় অডিশন চলছে। শুরু হবে দিল্লিতেও। জাপান, ইংল্যান্ড এবং জার্মানি থেকেও অভিনেতাদের নিয়ে কাজ হবে। ২০১৬ সালের ২৩ জানুয়ারি ছবির শুটিং শুরু করতে চান বিশ্বজিৎ। কটক থেকে সুভাষগ্রাম, নেতাজির স্মৃতি বিজড়িত প্রায় সর্বত্রই শুট করার পরিকল্পনা রয়েছে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE