Advertisement
০২ মে ২০২৪

সিরিয়া থেকে অনাথ শিশু দত্তক নেবেন ‘ব্র্যাঞ্জোলিনা’

বিভিন্ন সময়ে শিশুদের দত্তক নিয়ে শিরোনামে থেকেছেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জোলিনা জোলি। এ বার শরণার্থী সমস্যায় জর্জরিত সিরিয়া থেকেও শিশুদের দত্তক নিতে চান তাঁরা। ‘দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার অন রিফিউজিস’-এর হয়ে কাজ করেন জোলি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২৪
Share: Save:

বিভিন্ন সময়ে শিশুদের দত্তক নিয়ে শিরোনামে থেকেছেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জোলিনা জোলি। এ বার শরণার্থী সমস্যায় জর্জরিত সিরিয়া থেকেও শিশুদের দত্তক নিতে চান তাঁরা। ‘দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার অন রিফিউজিস’-এর হয়ে কাজ করেন জোলি। সম্প্রতি তুরস্কের রিফিউজি ক্যাম্পে গিয়েছিলেন জোলি। আর সেখানে গিয়ে তিনটি শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু দেশে ফিরে স্বামী ব্র্যাড পিটের সঙ্গে আলোচনা করে একটি শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন ‘ব্র্যাঞ্জোলিনা’।

কিন্তু কেন এই সিদ্ধান্ত বদল? জানা গিয়েছে, নতুন করে দত্তক নিলে তাঁদের ছয় সন্তানের ওপর এর কেমন প্রভাব পড়বে তা ভেবেই ফের তিন শিশুকে দত্তকের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন তাঁরা। তাঁদের প্রথম তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স এবং জাহারাকে ২০০১, ২০০২ এবং ২০০৫-এ দত্তক নেন এই দম্পতি। এর পর ২০০৬-এ শিলহ এবং ২০০৯-এ যমজ সন্তান কেনক্স এবং ভিভিয়ানের জন্ম দেন জোলি।

তবে সিরিয়া থেকে অনাথ শিশুদের দত্তক নেওয়ার পদ্ধতি বেশ জটিল। তাই জোলির এই ইচ্ছাপূরণের জন্য এখনও বেশ কিছুদিনের অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brad Pitt Angelina Jolie syria child addoption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE