Advertisement
১৫ জুন ২০২৪
Sonam Kapoor Taapsee Pannu

পটকা ফাটাতে গিয়ে লাগল আগুন, উড়ল ফানুস, হতবাক তাপসী!

মুম্বইয়ের অ্যাপার্টমেন্টের বারান্দায় বোনের সঙ্গে দু’টি মোমবাতি জালিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু আতসবাজি ফাটানো শুরু হতেই হতভম্ব হয়ে যান তাপসী।

অবাক তাপসী পান্নু।

অবাক তাপসী পান্নু।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৪:৫৭
Share: Save:

যেন অকাল দীপাবলি। রবিবার রাত নয়টা বাজতেই আলো–বাজি-পটকায় মেতে উঠল দেশবাসী। উড়ল ফানুস। চরম দুঃসময়ে দেশবাসীর মনোবল বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাত ন’টায় ন’মিনিট ঘরের আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর ডাকে সাড়া দিতে গিয়ে যে, পটকা ফাটাতে পারেন মানুষ তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি অভিনেত্রী তাপসী পান্নু।

মুম্বইয়ের অ্যাপার্টমেন্টের বারান্দায় বোনের সঙ্গে দু’টি মোমবাতি জালিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু আতসবাজি ফাটানো শুরু হতেই হতভম্ব হয়ে যান তাপসী। একের পর এক ইনস্টা স্টোরি শেয়ার করতে থাকেন তিনি। তাঁর বেশির ভাগই ব্যাঙ্গাত্মক। কী লিখেছেন সেই সব স্টোরিতে?

প্রথম ইনস্টাস্টোরি

তাপসীর এক প্রতিবেশী বাড়ির আলো না নিভিয়েই বাজি ফাটাতে শুরু করেছিলেন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তাপসী লেখেন ‘রং মেমো’।

দ্বিতীয় ইনস্টাস্টোরি

প্রতিবেশীদের ছবি তুলতে তুলতেই তাপসী লক্ষ্য করেন এক অত্যুৎসাহী ব্যক্তি বাজি ফাটাতে গিয়ে বাড়িতে আগুনই লাগিয়ে ফেলেছেন। তাপসী খানিক ব্যঙ্গ করেই লেখেন , “আগুন, আগুন, আগুন। ওঁরা ভেবেছিলেন রেভ পার্টি হচ্ছে বুঝি!”

তৃতীয় ইনস্টাস্টোরি

উড়ছে ফানুস, ফাটছে বাজি। এই সব দেখে শুনে তাঁর সরস মন্তব্য, “আজই ‘করুণা’ চলে যাবে”।

আরও পড়ুন- বাড়ির সব কাজ একা হাতে সামলাতে হচ্ছে মাকেই, আর আমি...

দেখুন তাপসীর ইনস্টা স্টোরির স্ক্রিনশট

শুধু তাপসী নয়। বাজি ফাটানোয় অবাক বীর দাস, আদিল হুসেন এবং সোনম কপূরও। যদিও অমিতাভ-অক্ষয়- রজনীকান্ত সহ বলিপাড়ার তাবড় সেলেবরা ন’টা বাজতেই হাজির হয়েছিলেন বাড়ির ছাদে-বারান্দায়। কেউ জ্বেলেছিলেন মোমবাতি, কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট আবার কারও পছন্দ ছিল মাটির প্রদীপ।

তাপসীর ইনস্টাস্টোরি

আরও পড়ুন- ঋতুদা বলেছিল ‘সর্বনাশ, তুই বাড়িতে এ ভাবে হাঁটিস’! ‘পুপে’র স্মৃতি হাতড়ালেন মিমি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE