Advertisement
১১ জুন ২০২৪
Ayushmann Khurrana

সারপ্রাইজ় পেলেন আয়ুষ্মান

মিঠে চমক পেয়ে আয়ুষ্মানের প্রতিক্রিয়া, ‘‘খুব খুশি হয়েছি!

আয়ুষ্মান

আয়ুষ্মান

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০০:০২
Share: Save:

হাতে দিন কয়েকের ছুটি ছিল। তার উপরে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’ বক্স অফিসে ভাল ব্যবসা করছে। তাই আয়ুষ্মান খুরানা ঠিক করেছিলেন, চণ্ডীগড়ে বাবা-মা ও আত্মীয়দের সঙ্গে কিছু দিন কাটিয়ে আসবেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি সেখানে তাঁর জন্য সারপ্রাইজ় পার্টি অপেক্ষা করছে। আয়ুষ্মানের আসার এবং ছবির সাফল্যের জন্য স্পেশ্যাল ডিনারের বন্দোবস্ত করেছিলেন তাঁর বাড়ির লোক।

মিঠে চমক পেয়ে আয়ুষ্মানের প্রতিক্রিয়া, ‘‘খুব খুশি হয়েছি! সেই শুরুর দিন থেকে বাড়ির লোক এবং আত্মীয়রা আমার পাশে রয়েছেন। এই ছবিটি করার সময়েও সকলে আমাকে সমর্থন করেছিলেন।’’ ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’ সমকামী প্রেম নিয়ে। অভিনেতা আগে জানিয়েছিলেন, ছবিটির প্রস্তাব পেয়ে বাড়ির লোকের সঙ্গে তিনি আলোচনা করেছিলেন। ‘‘আমার কাছের মানুষদের এই সমর্থন আমাকে সাহস জোগায়। আরও চ্যালেঞ্জিং চরিত্র করার অনুপ্রেরণা পাই,’’ বলছেন আয়ুষ্মান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ayushmann Khurrana Shubh Mangal Zyada Saavdhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE