Advertisement
০১ নভেম্বর ২০২৪

‘পিঙ্ক’কেন দেখবেন?

জানাচ্ছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী‘পিঙ্ক’কেন দেখবেন? জানাচ্ছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৩
Share: Save:

১) অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন। এ ছবিতে উনি দীপক সেহগল। দীর্ঘ এত বছরের কেরিয়ারে কোনও দিন তাঁকে উকিল হিসেবে আমরা দেখিনি। ‘পিঙ্ক’ ছবিতে এত দিন পরে তিনি উকিলের চরিত্রে অভিনয় করেছেন। অ্যান্ড হি ইজ ব্রিলিয়ান্ট। এই ছবিতে ওঁর অভিনয় যাকে বলে মাস্টারক্লাস ইন অ্যাক্টিং।

২) ট্রেলারে আপনারা মিস্টার বচ্চনের মুখে ডায়ালগ শুনেছেন, ‘‘আর ইউ আ ভার্জিন মিস অরোরা?’’ সত্যিই তো আমাদের আদালতে এমন কথা হয়। আমরা কোনও লুকোচুরি করিনি। বাস্তবে যে ভাবে কোর্ট রুমে কথা হয়, এই ছবিতে ঠিক সেটাই তুলে ধরা হয়েছে।

৩) ছবিতে অসম্ভব ভাল অভিনয় করেছে তিনটি মেয়ে। তাপসী, কীর্তি আর অ্যান্ড্রিয়া। জাস্ট ওদের একসঙ্গে বন্ডিংয়ের দৃশ্যগুলো দর্শকদের বহু দিন মনে থাকবে। এ ছাড়া আলাদা করে তাপসীর কথা তো বলতেই হয়। শি ইজ আউটস্ট্যান্ডিং।

৪) দিল্লি শহরে অনেক ছবির শ্যুটিং হয়েছে। কিন্তু যে ভাবে দিল্লি শহরকে ‘পিঙ্ক’‌য়ে দেখানো হয়েছে, সেটাই যেন একটা চরিত্র। এটা সম্ভব হয়েছে কারণ সুজিত (সরকার) নিজে শহরটা এত ভাল করে চেনে।

৫) এই ছবিতে পার্শ্বচরিত্রে কিছু পুরুষ অভিনেতা কাজ করেছেন। যেমন অঙ্গদ বেদী, তুষার, রসুল এবং সবার পরিচিত পীযূষ মিশ্র। দে আর আউটস্ট্যান্ডিং। এ ছাড়া ছবিটা দেখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য।

অন্য বিষয়গুলি:

Aniruddha Roy Chowdhury Pink Ananda Plus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE