Advertisement
২৭ এপ্রিল ২০২৪

‘শোলে’র রিমেকে কপিরাইট ইস্যুতে রামগোপালের জরিমানা

‘শোলে’র রিমেক তৈরি করে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি পরিচালক রামগোপাল ভার্মা। এ বার ওই ছবিরই কপিরাইট ইস্যুতে জরিমানাও দিতে হবে তাঁকে। সোমবার রমেশ সিপ্পির ‘শোলে’র কপিরাইটকে লঙ্ঘিত করার অপরাধে রামগোপালকে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৪
Share: Save:

‘শোলে’র রিমেক তৈরি করে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি পরিচালক রামগোপাল ভার্মা। এ বার ওই ছবিরই কপিরাইট ইস্যুতে জরিমানাও দিতে হবে তাঁকে। সোমবার রমেশ সিপ্পির ‘শোলে’র কপিরাইটকে লঙ্ঘিত করার অপরাধে রামগোপালকে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। ১৯৭৫-এ মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘শোলে’র প্রযোজক বিজয় সিপ্পি ও জিপি সিপ্পির ছেলে এবং নাতি কপিরাইট অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে রামগোপাল ভার্মার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। আদালতে বিচারপতি মনমোহন সিংহ বলেন, ‘‘ ‘ রাম গোপাল ভার্মা কি আগ’ তৈরির সঙ্গে জড়িত প্রত্যেকেই ইচ্ছাকৃত ভাবে কপিরাইটের অধিকার ভঙ্গ করেছেন।’’

২০০৭-এর ৩১ অগস্ট মুক্তি পেয়েছিল রাম গোপাল ভার্মা কি আগ’ ছবিটি। মুক্তি দিন কয়েকের মধ্যেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। চিত্রসমালোচকদের মতে, ভারতীয় সিনেমার ইতিহাসে ‘শোলে’ একটি কালজয়ী ছবি। তারই রিমেক তৈরিকে ভাল চোখে দেখেননি দর্শকরা। অমিতাভ-ধর্মেন্দ্র জুটির ম্যাজিক, ভিলেন হিসাবে আমজাদ খানের দুরন্ত পারফরম্যান্সের স্বাদ কোনও ভাবেই রিমেকে পাননি তাঁরা। তাই তখনই ব্যর্থতার বোঝা কাঁধে চেপেছিল পরিচালকের। এ বার কপিরাইট ইস্যুতে আর্থিক ক্ষতির বোঝাও কাঁধে নিতে হবে পরিচালককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE